র্যাব
সূত্রে
জানা
গেছে,
২০১১
সালে
সিলেটের
কোম্পানীগঞ্জে
একটি
হত্যাকাণ্ডে
যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত
হন
মজাম
উদ্দিন।
এর
পর
থেকে
তিনি
পলাতক
ছিলেন।
গতকাল
র্যাবের
একটি
দল
গোপন
সংবাদের
ভিত্তিতে
অভিযান
চালিয়ে
তাঁকে
গ্রেপ্তার
করে।
বিষয়টি
নিশ্চিত
করে
র্যাব-৯
এর
অতিরিক্ত
পুলিশ
সুপার
কে
এম
শহিদুল
ইসলাম
জানান,
গ্রেপ্তার
ব্যক্তিকে
কোম্পানীগঞ্জ
থানায়
হস্তান্তরের
প্রক্রিয়া
চলছে।
সিলেটের
কোম্পানীগঞ্জ
থানার
ভারপ্রাপ্ত
কর্মকর্তা
(ওসি)
রতন
শেখ
জানান,
র্যাবের
হস্তান্তরের
পর
ওই
ব্যক্তিকে
আদালতে
পাঠানো
হবে।
এডমিন 







