এ
ব্যাপারে
কথা
বলতে
অভিযুক্ত
ধন
মিয়ার
মুঠোফোনে
একাধিকবার
কল
দিলেও
বন্ধ
পাওয়া
যায়।
খোঁজ
নিয়ে
জানা
গেছে,
আবুল
খায়েরের
মৃত্যুর
সংবাদ
এলাকায়
ছড়িয়ে
পড়লে
তিনিসহ
অন্যরা
গা
ঢাকা
দিয়েছেন।
নেত্রকোনা
জেলা
পুলিশের
মিডিয়ার
দায়িত্বে
থাকা
অতিরিক্ত
পুলিশ
সুপার
(ডিএসবি)
হাফিজুল
ইসলাম
প্রথম
আলোকে
বলেন,
লাশ
ময়নাতদন্ত
শেষে
তাঁর
ছেলে
আলমগীরের
কাছে
হস্তান্তর
করা
হয়েছে।
এ
নিয়ে
থানায়
মামলার
প্রস্তুতি
চলছে।
ঘটনায়
জড়িত
ব্যক্তিদের
গ্রেপ্তারের
চেষ্টা
চলছে।
এডমিন 











