১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আরও দুটি জাতীয় দিবস চালু করল সরকার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:৩১:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 9

৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। গুরুত্বপূর্ণ দুটি ঐতিহাসিক ঘটনাকে স্মরণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে প্রতি বছর এই দুটি দিন বিশেষ আয়োজনে পালিত হবে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইল্ড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরারের বাবা।

এছাড়া জানানো হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে দেশের বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কাজকে ঘিরে একটি ক্যালেন্ডার তৈরির কাজ চলছে। এতে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবেও আবরার ফাহাদের মৃত্যুদিন (৭ অক্টোবর) ও বিডিআর হত্যাকাণ্ড দিবস (২৫ ফেব্রুয়ারি) অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এখন থেকে এই দুই দিবস সরকারিভাবে পালন করবে সংস্কৃতি মন্ত্রণালয়।

ট্যাগঃ

রাকসু তহবিলের ২২ বছরের টাকার হিসাব নেই রাবি প্রশাসনের কাছে

আরও দুটি জাতীয় দিবস চালু করল সরকার

আপডেট সময়ঃ ১২:৩১:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। গুরুত্বপূর্ণ দুটি ঐতিহাসিক ঘটনাকে স্মরণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে প্রতি বছর এই দুটি দিন বিশেষ আয়োজনে পালিত হবে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইল্ড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরারের বাবা।

এছাড়া জানানো হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে দেশের বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কাজকে ঘিরে একটি ক্যালেন্ডার তৈরির কাজ চলছে। এতে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবেও আবরার ফাহাদের মৃত্যুদিন (৭ অক্টোবর) ও বিডিআর হত্যাকাণ্ড দিবস (২৫ ফেব্রুয়ারি) অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এখন থেকে এই দুই দিবস সরকারিভাবে পালন করবে সংস্কৃতি মন্ত্রণালয়।