ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও কমপক্ষে ৩৮ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট ১০২ জনকে শনাক্ত করা গেছে। এর মধ্যে ৯৯ জন জীবিত এবং ৩ জন মৃত বলে নিশ্চিত করেছেন জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাফি।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ৯১ জন নিজ উদ্যোগে বের হতে সক্ষম হয়েছেন। আহত ৭৭ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপে আটকে থাকা শিক্ষার্থীদের উদ্ধারে কাজ চলছে। ভবনের অবশিষ্টাংশ পর্যবেক্ষণ, নিরাপত্তা মূল্যায়ন ও নতুন উদ্ধারপথ তৈরির কাজও চলছে।
অধিকতর তদন্তে জানা গেছে, আল-খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের চারতলা ভবনটি সোমবার বিকেল ৩টার দিকে ধসে পড়ে। সে সময় শিক্ষার্থীরা আসরের নামাজের জন্য জড়ো হচ্ছিলেন। কংক্রিট ঢালাইয়ের সময় ভবনের ফাউন্ডেশনের খুঁটি ভেঙে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, এই দুর্ঘটনা ভবন নির্মাণে কঠোর নিরাপত্তা মান নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনেছে। বহুতল ভবন নির্মাণে প্রযুক্তিগত তদারকি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসে এটি ইন্দোনেশিয়ায় দ্বিতীয় ভবনধসের ঘটনা। এর আগে ৩ সেপ্টেম্বর পশ্চিম জাভার বগর জেলায় একটি কমিউনিটি হলে কুরআন তেলাওয়াত অনুষ্ঠানের সময় ভবন ধসে ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন।
এডমিন 












