ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) সম্প্রতি প্রকাশিত জরিপে উঠে এসেছে—দীর্ঘমেয়াদি রিজার্ভ ডিউটির কারণে দেশটির পরিবারগুলোতে ব্যাপক পারিবারিক সংকট সৃষ্টি হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত রিজার্ভে থাকা সেনা সদস্যদের পরিবারের ওপর তথ্য সংগ্রহ করে এপ্রিল-মে ২০২৫ মাসে জরিপ পরিচালিত হয়।
জরিপে দেখা গেছে, রিজার্ভে থাকা সেনাদের স্ত্রীর প্রায় অর্ধেক বলেছেন, স্বামীর দীর্ঘ দায়িত্ব পালন তাদের বৈবাহিক জীবনে সংকট সৃষ্টি করেছে। এক-তৃতীয়াংশ নারী জানিয়েছেন, এমন পরিস্থিতিতে তারা আলাদা হয়ে যাওয়ার বা তালাকের কথা বিবেচনা করেছেন।
দায়িত্বের সময় ও প্রভাব
* সর্বোচ্চ ৫০ দিন দায়িত্ব পালনকারীদের স্ত্রীর মধ্যে ৩৬% সম্পর্ক ক্ষতির কথা উল্লেখ করেছেন।
* ২০০–৩৫০ দিন দায়িত্বে থাকা সেনাদের স্ত্রীদের মধ্যে এই হার বেড়ে ৫৭%।
শুধু দাম্পত্য নয়, শিশুদের মানসিক অবস্থার ওপরও বড় প্রভাব পড়েছে।
* পরিবারের ৫২% জানিয়েছে শিশুদের মানসিক অবনতি ঘটেছে।
* ২০০–২৫০ দিন দায়িত্ব পালনকারী সেনাদের শিশুদের ক্ষেত্রে এ হার বেড়ে ৬৩%।
সহায়তা ও চ্যালেঞ্জ
দীর্ঘ রিজার্ভ ডিউটির ফলে স্ত্রীদের ৬১% বিভিন্ন ধরনের সহায়তার প্রয়োজন অনুভব করেছেন।
* মানসিক বা আবেগীয় সহায়তা: ৫৫%
* আর্থিক সহায়তা: ৩৮%
* পেশাদার মানসিক স্বাস্থ্যসেবা: ৩৫%
প্রায় তিন-চতুর্থাংশ পরিবার আত্মীয়-স্বজন বা বন্ধুদের উপর নির্ভর করেছেন। ধর্মীয় পরিবারে এটি ৮৩%, ধর্মনিরপেক্ষ পরিবারে ৭৪%, অর্থডক্স ইহুদি পরিবারে ৬৪%।
সরকারি সহায়তায় বৈষম্য লক্ষ্য করা গেছে।
* আইডিএফ: ৩০% পরিবার
* স্থানীয় প্রশাসন: ২৩% পরিবার
* জাতীয় বীমা ইনস্টিটিউট থেকে আর্থিক সহায়তা পেয়েছে ৮৭% পরিবার, তবে একক মা বা তালাকপ্রাপ্ত মায়েরা তুলনামূলকভাবে বঞ্চিত।
এডমিন 











