০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েল গাজার শান্তি চুক্তিতে আগ্রহী নয়: কাতারের দাবি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৫:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 17

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজার জন্য প্রস্তাবিত শান্তি চুক্তিতে এখনও ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, তারা চুক্তি করতে আগ্রহী নয়। মঙ্গলবার (২৬ আগস্ট) মজেদ আল-আনসারি কাতারের অবস্থান প্রকাশ করেছেন।

আনসারি বলেন, “আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি, যাতে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করা যায়। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কোনো সাড়া নেই। তারা গ্রহণ করছে না, প্রত্যাখ্যান করছে না এবং কোনো বিকল্প প্রস্তাবও দেয়নি।”

দোহা থেকে আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভেইদ জানান, প্রস্তাবটি ইতিমধ্যেই ইসরায়েলের কাছে পৌঁছেছে। তবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দেওয়ায় সংঘাতের অবস্থা ক্রমেই ভয়াবহ হচ্ছে। কাতার আশ্বাস দিয়েছে, তারা গাজার ওপর ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে মধ্যস্থতাকারী হিসেবে প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বর্তমান সংঘাতে ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইসরায়েলি সেনা অভিযানের ৬০ দিনের জন্য স্থগিত রাখার পাশাপাশি মানবিক সহায়তার প্রবেশ এবং বন্দিদের মধ্যে বিনিময় কার্যক্রম সম্পন্ন করার কথাও বলা হয়েছিল।

কাতারের আশা, ইসরায়েলের সদিচ্ছা ছাড়া গাজার স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে না।

ট্যাগঃ

ইসরায়েল গাজার শান্তি চুক্তিতে আগ্রহী নয়: কাতারের দাবি

আপডেট সময়ঃ ০৫:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজার জন্য প্রস্তাবিত শান্তি চুক্তিতে এখনও ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, তারা চুক্তি করতে আগ্রহী নয়। মঙ্গলবার (২৬ আগস্ট) মজেদ আল-আনসারি কাতারের অবস্থান প্রকাশ করেছেন।

আনসারি বলেন, “আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি, যাতে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করা যায়। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কোনো সাড়া নেই। তারা গ্রহণ করছে না, প্রত্যাখ্যান করছে না এবং কোনো বিকল্প প্রস্তাবও দেয়নি।”

দোহা থেকে আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভেইদ জানান, প্রস্তাবটি ইতিমধ্যেই ইসরায়েলের কাছে পৌঁছেছে। তবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দেওয়ায় সংঘাতের অবস্থা ক্রমেই ভয়াবহ হচ্ছে। কাতার আশ্বাস দিয়েছে, তারা গাজার ওপর ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে মধ্যস্থতাকারী হিসেবে প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বর্তমান সংঘাতে ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইসরায়েলি সেনা অভিযানের ৬০ দিনের জন্য স্থগিত রাখার পাশাপাশি মানবিক সহায়তার প্রবেশ এবং বন্দিদের মধ্যে বিনিময় কার্যক্রম সম্পন্ন করার কথাও বলা হয়েছিল।

কাতারের আশা, ইসরায়েলের সদিচ্ছা ছাড়া গাজার স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে না।