১১:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘এই মুহূর্তে হাসিনা-আ.লীগ ছাড়া অন্য কিছুতে মানুষের আগ্রহ নেই’

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:২৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 21

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, শেখ হাসিনাকে ছাড়া, আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সম্ভবত অন্য কোনো কিছু শুনতে বেশি আগ্রহ প্রকাশ করছে না। আলী রিয়াজ ঐকমত্য কমিশনে বৈঠক করছেন। প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তাদের শপথ পড়াচ্ছেন। ড. মুহাম্মদ ইউনূস তার সাঙ্গোপাঙ্গ নিয়ে আমেরিকা যাচ্ছেন।

এসব কোনো খবরই মানুষ পাত্তা দিচ্ছে না। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটা ভিডিও করলে, তাকে নিয়ে একটা অডিও দিলে, তাকে নিয়ে যে কোনো একটা খবর দিলে— যেকোনো একটা গল্প যদি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়, যদি পত্রিকায় লেখা হয় বা টেলিভিশনে প্রতিবেদন তৈরি করা হয়, সেটা মুহূর্তের মধ্যে হু হু করে ভিউ পেয়ে যায়।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা বলেন, এখন বাজারে বলতে গেলে খবরের দুর্ভিক্ষ চলছে। কোনো ব্যাপারে মানুষের আগ্রহ নেই। এই সময়ে ১০টা মার্ডার হয়ে গেছে, মানুষ ফিরে তাকাচ্ছে না। ধর্ষণ হচ্ছে, আগুন লেগে যাচ্ছে, পাহাড়ে প্রচণ্ড গোলাগুলি হলো, মারামারি হলো, দেশের কোনো মানুষের মাথাব্যথা নেই। জেলখানাতে বড় বড় মানুষ মরে যাচ্ছেন। অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন। অনেককে জেলখানা থেকে আবার কোর্টে আনা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে মানুষের আর কোনো আগ্রহ নেই।

রনি আরো বলেন, বিচার চলছে শেখ হাসিনার। যারা বিচার করছেন প্রতিদিন তারা খবর বানানোর চেষ্টা করছেন।

নানা রকম বিবৃতি দিচ্ছেন। নানা রকম যুক্তিতর্ক উপস্থাপন করছেন। প্রতিদিন সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। কিন্তু মানুষের আগ্রহ নাই। মানুষের আগ্রহ হলো— দিল্লিতে বসে শেখ হাসিনা কী বলছেন? শেখ হাসিনার সঙ্গে লন্ডনের, ফ্রান্সের আওয়ামী লীগের নেতাকর্মীর কী আলোচনা হচ্ছে— এগুলো নিয়ে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

রাশিয়ার ভয়ে সামরিক ব্যয় বাড়ানোর আহ্বান সুইজারল্যান্ড সেনাপ্রধানের

‘এই মুহূর্তে হাসিনা-আ.লীগ ছাড়া অন্য কিছুতে মানুষের আগ্রহ নেই’

আপডেট সময়ঃ ০৬:২৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, শেখ হাসিনাকে ছাড়া, আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সম্ভবত অন্য কোনো কিছু শুনতে বেশি আগ্রহ প্রকাশ করছে না। আলী রিয়াজ ঐকমত্য কমিশনে বৈঠক করছেন। প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তাদের শপথ পড়াচ্ছেন। ড. মুহাম্মদ ইউনূস তার সাঙ্গোপাঙ্গ নিয়ে আমেরিকা যাচ্ছেন।

এসব কোনো খবরই মানুষ পাত্তা দিচ্ছে না। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটা ভিডিও করলে, তাকে নিয়ে একটা অডিও দিলে, তাকে নিয়ে যে কোনো একটা খবর দিলে— যেকোনো একটা গল্প যদি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়, যদি পত্রিকায় লেখা হয় বা টেলিভিশনে প্রতিবেদন তৈরি করা হয়, সেটা মুহূর্তের মধ্যে হু হু করে ভিউ পেয়ে যায়।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা বলেন, এখন বাজারে বলতে গেলে খবরের দুর্ভিক্ষ চলছে। কোনো ব্যাপারে মানুষের আগ্রহ নেই। এই সময়ে ১০টা মার্ডার হয়ে গেছে, মানুষ ফিরে তাকাচ্ছে না। ধর্ষণ হচ্ছে, আগুন লেগে যাচ্ছে, পাহাড়ে প্রচণ্ড গোলাগুলি হলো, মারামারি হলো, দেশের কোনো মানুষের মাথাব্যথা নেই। জেলখানাতে বড় বড় মানুষ মরে যাচ্ছেন। অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন। অনেককে জেলখানা থেকে আবার কোর্টে আনা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে মানুষের আর কোনো আগ্রহ নেই।

রনি আরো বলেন, বিচার চলছে শেখ হাসিনার। যারা বিচার করছেন প্রতিদিন তারা খবর বানানোর চেষ্টা করছেন।

নানা রকম বিবৃতি দিচ্ছেন। নানা রকম যুক্তিতর্ক উপস্থাপন করছেন। প্রতিদিন সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। কিন্তু মানুষের আগ্রহ নাই। মানুষের আগ্রহ হলো— দিল্লিতে বসে শেখ হাসিনা কী বলছেন? শেখ হাসিনার সঙ্গে লন্ডনের, ফ্রান্সের আওয়ামী লীগের নেতাকর্মীর কী আলোচনা হচ্ছে— এগুলো নিয়ে।