পিআর পদ্ধতি ও আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দ্বিতীয় ধাপে অক্টোবর মাসে ১২ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি লিখিত বক্তব্যে বলেন, জনগণের আন্দোলনের প্রতিফলন ঘটছে না। তাই সরকারের উচিত ৫ দফা দাবি মেনে নেওয়া। অন্যথায় জনগণ রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে।
দ্বিতীয় ধাপের কর্মসূচি:
১. ১-৯ অক্টোবর: গণসংযোগ ও প্রচারণা
২. ১০ অক্টোবর: ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল
৩. ১২ অক্টোবর: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
জামায়াতের ৫ দফা দাবি:
১. জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন
২. পিআর পদ্ধতিতে নির্বাচন
৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ
৪. গণহত্যার বিচার দৃশ্যমান করা
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার করে কার্যক্রম নিষিদ্ধ করা
গোলাম পরওয়ার আরও জানান, জুলাই জাতীয় ঘোষণাপত্র ও সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য জামায়াত ইতোমধ্যে সরকারকে দুটি প্রস্তাব দিয়েছে— (১) সংবিধান আদেশ জারি করা এবং (২) নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করা।
তিনি সতর্ক করে বলেন, সরকার জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করলে আন্দোলন আরও কঠোর হবে।
এডমিন 












