০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকাসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৪:০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 20

রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং থেমে থেমে বৃষ্টিও হয়েছে।

এই ধারা সারাদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কারণে দিনের বেলায় কিছুটা স্বস্তি থাকলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৭টা থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত) রাজধানীতে ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, দেশের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। তাই দিনভর ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন তারা।

ট্যাগঃ

ঢাকাসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

আপডেট সময়ঃ ০৪:০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং থেমে থেমে বৃষ্টিও হয়েছে।

এই ধারা সারাদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কারণে দিনের বেলায় কিছুটা স্বস্তি থাকলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৭টা থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত) রাজধানীতে ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, দেশের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। তাই দিনভর ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন তারা।