০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৪:৪১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 12

বাংলাদেশ পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে শনিবার (২৭ সেপ্টেম্বর) এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জুলাই অভ্যুত্থানের পর দেশে যে পরিবর্তন এসেছে, সেটি ধরে রাখতে এবং এগিয়ে নিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের সম্পৃক্ততা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ নিচ্ছি।”

তিনি আরও বলেন, “আপনাদের দেখে আমরা সাহস পাই, নতুন করে সংকল্প নিতে পারি। আপনাদের অংশগ্রহণ আমাদের পথচলায় অনুপ্রেরণা জোগায়।”

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের পর ১৫ মাসে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স প্রবাহে ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধি এসেছে, যার কৃতিত্ব প্রবাসীদের।

তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, “আপনাদের সহযোগিতা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে। সরকারের পক্ষ থেকে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রবাসীদের জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন ‘শুভেচ্ছা’ উদ্বোধন করেন। অ্যাপটির মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন সরকারি সেবা, বিনিয়োগ সংক্রান্ত তথ্য এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা সহজেই পেতে পারবেন।

চৌধুরী আশিক মাহমুদ প্রবাসীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।”

ট্যাগঃ

দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট সময়ঃ ০৪:৪১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে শনিবার (২৭ সেপ্টেম্বর) এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জুলাই অভ্যুত্থানের পর দেশে যে পরিবর্তন এসেছে, সেটি ধরে রাখতে এবং এগিয়ে নিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের সম্পৃক্ততা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ নিচ্ছি।”

তিনি আরও বলেন, “আপনাদের দেখে আমরা সাহস পাই, নতুন করে সংকল্প নিতে পারি। আপনাদের অংশগ্রহণ আমাদের পথচলায় অনুপ্রেরণা জোগায়।”

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের পর ১৫ মাসে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স প্রবাহে ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধি এসেছে, যার কৃতিত্ব প্রবাসীদের।

তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, “আপনাদের সহযোগিতা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে। সরকারের পক্ষ থেকে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রবাসীদের জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন ‘শুভেচ্ছা’ উদ্বোধন করেন। অ্যাপটির মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন সরকারি সেবা, বিনিয়োগ সংক্রান্ত তথ্য এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা সহজেই পেতে পারবেন।

চৌধুরী আশিক মাহমুদ প্রবাসীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।”