০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৫:০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 14

গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলের ভেতরেই চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজধানী জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এমনকি একটি গাড়িও জ্বালিয়ে দেন তারা।

বুধবার (৩ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের বরাতে এ তথ্য উঠে এসেছে।

বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। কেউ কেউ ইসরায়েলি সংসদ ভবন (নেসেট) ঘিরে অবস্থান নেন, আবার অন্য একদল রাজধানীর একটি রেললাইন অবরোধ করে। পুলিশ টেনেহিঁচড়ে সরিয়ে দেয় অবরোধকারীদের এবং জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীরা বলছেন, গাজা দখলকেন্দ্রিক নেতানিয়াহুর আগ্রাসী নীতি জিম্মি ইসরায়েলিদের জীবন হুমকিতে ফেলছে। তারা রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন বলে অভিযোগ ওঠে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বর্তমানে হামাসের হাতে অন্তত ৪৮ জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে মাত্র ২০ জনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে।

ট্যাগঃ

নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

আপডেট সময়ঃ ০৫:০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলের ভেতরেই চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজধানী জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এমনকি একটি গাড়িও জ্বালিয়ে দেন তারা।

বুধবার (৩ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের বরাতে এ তথ্য উঠে এসেছে।

বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। কেউ কেউ ইসরায়েলি সংসদ ভবন (নেসেট) ঘিরে অবস্থান নেন, আবার অন্য একদল রাজধানীর একটি রেললাইন অবরোধ করে। পুলিশ টেনেহিঁচড়ে সরিয়ে দেয় অবরোধকারীদের এবং জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীরা বলছেন, গাজা দখলকেন্দ্রিক নেতানিয়াহুর আগ্রাসী নীতি জিম্মি ইসরায়েলিদের জীবন হুমকিতে ফেলছে। তারা রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন বলে অভিযোগ ওঠে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বর্তমানে হামাসের হাতে অন্তত ৪৮ জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে মাত্র ২০ জনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে।