০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর হাসান গ্রেপ্তার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 4

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী ও অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম মাস্টারমাইন্ড, সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৩ অক্টোবর) রাতের দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার শনিবার (৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাজবীরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন দেশ ছাড়িয়ে পালিয়ে থাকার পর গত ২৪ সেপ্টেম্বর তুরস্কের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে ফিরে আসেন তাজবীর হাসান। এরপর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়েছিল।

২০২০ সালে হালট্রিপ প্রতিষ্ঠানটি হঠাৎ বন্ধ হয়ে গেলে গ্রাহকদের শত শত কোটি টাকা লোপাট হয়। এতে অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি ক্ষতিগ্রস্ত হয়। ওই বছর জানুয়ারিতেই দেশ থেকে পালিয়ে যান তাজবীর।

অবশ্য তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তুরস্ক ও ভানুয়াতু নাগরিকত্ব গ্রহণ করেছেন। এছাড়া মাল্টার রেসিডেনসি এবং স্পেনের গোল্ডেন ভিসা রয়েছে বলেও জানা গেছে।

ট্যাগঃ

শত কোটি টাকার সম্পত্তি আত্মসাতে জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তি আটক

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর হাসান গ্রেপ্তার

আপডেট সময়ঃ ১২:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী ও অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম মাস্টারমাইন্ড, সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৩ অক্টোবর) রাতের দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার শনিবার (৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাজবীরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন দেশ ছাড়িয়ে পালিয়ে থাকার পর গত ২৪ সেপ্টেম্বর তুরস্কের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে ফিরে আসেন তাজবীর হাসান। এরপর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়েছিল।

২০২০ সালে হালট্রিপ প্রতিষ্ঠানটি হঠাৎ বন্ধ হয়ে গেলে গ্রাহকদের শত শত কোটি টাকা লোপাট হয়। এতে অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি ক্ষতিগ্রস্ত হয়। ওই বছর জানুয়ারিতেই দেশ থেকে পালিয়ে যান তাজবীর।

অবশ্য তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তুরস্ক ও ভানুয়াতু নাগরিকত্ব গ্রহণ করেছেন। এছাড়া মাল্টার রেসিডেনসি এবং স্পেনের গোল্ডেন ভিসা রয়েছে বলেও জানা গেছে।