০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও ঐক্যবাদে বিশ্বাসী: সালাহউদ্দিন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 8

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিআর (প্রফেশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিকে তিনি পারমানেন্ট রেস্টলেসনেস বলে অভিহিত করেন বলে মনে করেন—কারণ এই পদ্ধতিতে বিভিন্ন দেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা হয় না এবং সংসদীয় অস্থিতিশীলতা ও ঝুলন্ত পার্লামেন্টের পরিস্থিতি তৈরি হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। ওইদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি ওলামা দলের প্রতিষ্ঠাবর্ষিকীর অংশ হিসেবে আয়োজন করা হয়।

সালাহউদ্দিন বলেন, আমরা পিআরকে (পাবলিক রিলেশন) মানি — অর্থাৎ জনসংযোগের মূল্য আমরা জানি। কিন্তু পিআর যদি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পারমানেন্ট রেস্টলেসনেস হয়ে যায়, তাহলে তা দেশের স্বার্থে ক্ষতিকর। এতে কখনো মেজরিটির ভিত্তিতে স্থায়ী সরকার গঠিত হয় না।

তিনি আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও ঐক্যবাদে বিশ্বাসী—দেশকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করা হবে না। বিএনপি সমন্বয়ের রাজনীতি করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথে কাজ করবে।

সালাহউদ্দিন ভোট ও নির্বাচনী পরিবেশ নিয়ে বলেন, এখন দেশে নির্বাচনের আবহ। সম্ভাব্য প্রার্থীরা ও জনগণ ভোট-সংযোগে আছেন। কেউ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করলে জনগণ তাদের চিহ্নিত করে প্রত্যাখ্যান করবে। তিনি অঙ্গীকার করেন, গণঅভ্যুত্থানের পর যে রাজনৈতিক পরিবেশ গড়ে উঠেছে, তা রক্ষা করতে জনগণ বাধা সৃষ্টি করলে দেশীয় বা বিদেশি কোনো শক্তি তা প্রতিহত করবে।

এ সময় তিনি আন্তর্জাতিক প্রেক্ষাপটের সতর্কতাও তুলে ধরেন—কিছু বিদেশি মহল নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং প্রচুর অর্থ ঢেলে বিভিন্নরকম প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে, তা থেকে জনগণ সজাগ রয়েছে বলেও উল্লেখ করেন।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শত কোটি টাকার সম্পত্তি আত্মসাতে জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তি আটক

বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও ঐক্যবাদে বিশ্বাসী: সালাহউদ্দিন

আপডেট সময়ঃ ১২:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিআর (প্রফেশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিকে তিনি পারমানেন্ট রেস্টলেসনেস বলে অভিহিত করেন বলে মনে করেন—কারণ এই পদ্ধতিতে বিভিন্ন দেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা হয় না এবং সংসদীয় অস্থিতিশীলতা ও ঝুলন্ত পার্লামেন্টের পরিস্থিতি তৈরি হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। ওইদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি ওলামা দলের প্রতিষ্ঠাবর্ষিকীর অংশ হিসেবে আয়োজন করা হয়।

সালাহউদ্দিন বলেন, আমরা পিআরকে (পাবলিক রিলেশন) মানি — অর্থাৎ জনসংযোগের মূল্য আমরা জানি। কিন্তু পিআর যদি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পারমানেন্ট রেস্টলেসনেস হয়ে যায়, তাহলে তা দেশের স্বার্থে ক্ষতিকর। এতে কখনো মেজরিটির ভিত্তিতে স্থায়ী সরকার গঠিত হয় না।

তিনি আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও ঐক্যবাদে বিশ্বাসী—দেশকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করা হবে না। বিএনপি সমন্বয়ের রাজনীতি করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথে কাজ করবে।

সালাহউদ্দিন ভোট ও নির্বাচনী পরিবেশ নিয়ে বলেন, এখন দেশে নির্বাচনের আবহ। সম্ভাব্য প্রার্থীরা ও জনগণ ভোট-সংযোগে আছেন। কেউ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করলে জনগণ তাদের চিহ্নিত করে প্রত্যাখ্যান করবে। তিনি অঙ্গীকার করেন, গণঅভ্যুত্থানের পর যে রাজনৈতিক পরিবেশ গড়ে উঠেছে, তা রক্ষা করতে জনগণ বাধা সৃষ্টি করলে দেশীয় বা বিদেশি কোনো শক্তি তা প্রতিহত করবে।

এ সময় তিনি আন্তর্জাতিক প্রেক্ষাপটের সতর্কতাও তুলে ধরেন—কিছু বিদেশি মহল নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং প্রচুর অর্থ ঢেলে বিভিন্নরকম প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে, তা থেকে জনগণ সজাগ রয়েছে বলেও উল্লেখ করেন।