০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন বাংলাদেশের সাবেক কোচ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 13

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ৩৭তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক ক্রিকেটার ও বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ মিঠুন মানহাস। ৭০ বছর পূর্ণ হওয়ায় দায়িত্ব ছেড়ে দেওয়া রজার বিনির স্থলাভিষিক্ত হলেন ৪৫ বছর বয়সী এই ক্রিকেট ব্যক্তিত্ব।

দিল্লির ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার রয়েছে মানহাসের। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ এবং আইপিএলে মোট ৫৫টি ম্যাচ খেলেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে করেছেন ২৭টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরি। ২০০৭-০৮ মৌসুমে দিল্লির রঞ্জি ট্রফি জয়ে তার ৯২১ রানের অবদান ছিল গুরুত্বপূর্ণ।

আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি।

খেলা ছাড়ার পর কোচিংয়ে যুক্ত হন মানহাস। আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের সহকারী কোচ ছিলেন তিনি। পাশাপাশি ২০১৯ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেন।

ভারতের ইতিহাসে সৌরভ গাঙ্গুলী ও রজার বিনির পর তৃতীয় সাবেক ক্রিকেটার হিসেবে বিসিসিআই সভাপতি হলেন মিঠুন মানহাস।

ট্যাগঃ

সজলকে ধরে রাখে রনি, পরে গুলির শব্দ পাই

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন বাংলাদেশের সাবেক কোচ

আপডেট সময়ঃ ১২:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ৩৭তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক ক্রিকেটার ও বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ মিঠুন মানহাস। ৭০ বছর পূর্ণ হওয়ায় দায়িত্ব ছেড়ে দেওয়া রজার বিনির স্থলাভিষিক্ত হলেন ৪৫ বছর বয়সী এই ক্রিকেট ব্যক্তিত্ব।

দিল্লির ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার রয়েছে মানহাসের। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ এবং আইপিএলে মোট ৫৫টি ম্যাচ খেলেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে করেছেন ২৭টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরি। ২০০৭-০৮ মৌসুমে দিল্লির রঞ্জি ট্রফি জয়ে তার ৯২১ রানের অবদান ছিল গুরুত্বপূর্ণ।

আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি।

খেলা ছাড়ার পর কোচিংয়ে যুক্ত হন মানহাস। আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের সহকারী কোচ ছিলেন তিনি। পাশাপাশি ২০১৯ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেন।

ভারতের ইতিহাসে সৌরভ গাঙ্গুলী ও রজার বিনির পর তৃতীয় সাবেক ক্রিকেটার হিসেবে বিসিসিআই সভাপতি হলেন মিঠুন মানহাস।