০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মতিঝিলে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ নেতাদের গণপিটুনি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০২:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 12

রাজধানীর মতিঝিলে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী জনতার গণপিটুনির শিকার হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মতিঝিল শাপলা চত্বরে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত জনতা দুইজন নেতাকর্মীকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি ছোট দলের কয়েকজন ব্যক্তি হঠাৎ মিছিল বের করার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের ঘিরে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দুজনকে আটক করে।

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাদের বড় অংশ আত্মগোপনে চলে যায় বা দেশ ছাড়েন। এরপর দলটির কার্যক্রম একপ্রকার স্তব্ধ হয়ে পড়ে। তবে চলতি বছর হঠাৎ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ‘ঝটিকা মিছিল’ বের করার নতুন কৌশল নিয়েছে দলটি। এসব মিছিল খুবই স্বল্প সময়ের জন্য হয়, এবং মিছিলকারীরা দ্রুত নিরাপদ স্থানে সরে পড়ে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, এই ধরনের ঝটিকা মিছিলের জন্য ঢাকার বাইরের নেতাকর্মীদের আনা হচ্ছে, যাতে স্থানীয়দের কাছে তারা অচেনা থাকে। পাশাপাশি এসব মিছিল পরিচালনার জন্য অর্থ, দিকনির্দেশনা ও পরিকল্পনা বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ ও অন্যান্য মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।

ট্যাগঃ

মতিঝিলে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ নেতাদের গণপিটুনি

আপডেট সময়ঃ ০২:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর মতিঝিলে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী জনতার গণপিটুনির শিকার হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মতিঝিল শাপলা চত্বরে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত জনতা দুইজন নেতাকর্মীকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি ছোট দলের কয়েকজন ব্যক্তি হঠাৎ মিছিল বের করার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের ঘিরে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দুজনকে আটক করে।

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাদের বড় অংশ আত্মগোপনে চলে যায় বা দেশ ছাড়েন। এরপর দলটির কার্যক্রম একপ্রকার স্তব্ধ হয়ে পড়ে। তবে চলতি বছর হঠাৎ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ‘ঝটিকা মিছিল’ বের করার নতুন কৌশল নিয়েছে দলটি। এসব মিছিল খুবই স্বল্প সময়ের জন্য হয়, এবং মিছিলকারীরা দ্রুত নিরাপদ স্থানে সরে পড়ে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, এই ধরনের ঝটিকা মিছিলের জন্য ঢাকার বাইরের নেতাকর্মীদের আনা হচ্ছে, যাতে স্থানীয়দের কাছে তারা অচেনা থাকে। পাশাপাশি এসব মিছিল পরিচালনার জন্য অর্থ, দিকনির্দেশনা ও পরিকল্পনা বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ ও অন্যান্য মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।