১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরের বিতর্কিত ওসি বদলি, খুশিতে মিষ্টি বিতরণ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৪:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 64

ঢাকার মোহাম্মদপুর থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে বদলি করা হয়েছে। এ ঘটনা উপলক্ষে রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় জনগণ থানার সামনে ও থানার ভিতরে মিষ্টি বিতরণ করে। তারা ওসিকেও মিষ্টি খাওয়াতে তার রুমে প্রবেশ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আলী ইফতেখার সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশ রাখতেন এবং কিশোর গ্যাং চক্রের সঙ্গে সম্পর্ক ছিল। তার কারণে মোহাম্মদপুর এলাকার নিরাপত্তা হুমকির মুখে ছিল। ওসিকে বদলির মাধ্যমে সাধারণ মানুষ স্বস্তি পেয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আলী ইফতেখারের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা ৩৭টি লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে ১০ লাখ টাকার হেরোইন গায়েবের অভিযোগ তদন্তাধীন। ডিএমপি সদর দপ্তর ও তেজগাঁও বিভাগের কমিটি তাদের তদন্ত প্রতিবেদন এই সপ্তাহে জমা দেবে।

রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর অফিস আদেশে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে বদলি করা হয়। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।

ট্যাগঃ

সজলকে ধরে রাখে রনি, পরে গুলির শব্দ পাই

মোহাম্মদপুরের বিতর্কিত ওসি বদলি, খুশিতে মিষ্টি বিতরণ

আপডেট সময়ঃ ০৪:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

ঢাকার মোহাম্মদপুর থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে বদলি করা হয়েছে। এ ঘটনা উপলক্ষে রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় জনগণ থানার সামনে ও থানার ভিতরে মিষ্টি বিতরণ করে। তারা ওসিকেও মিষ্টি খাওয়াতে তার রুমে প্রবেশ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আলী ইফতেখার সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশ রাখতেন এবং কিশোর গ্যাং চক্রের সঙ্গে সম্পর্ক ছিল। তার কারণে মোহাম্মদপুর এলাকার নিরাপত্তা হুমকির মুখে ছিল। ওসিকে বদলির মাধ্যমে সাধারণ মানুষ স্বস্তি পেয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আলী ইফতেখারের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা ৩৭টি লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে ১০ লাখ টাকার হেরোইন গায়েবের অভিযোগ তদন্তাধীন। ডিএমপি সদর দপ্তর ও তেজগাঁও বিভাগের কমিটি তাদের তদন্ত প্রতিবেদন এই সপ্তাহে জমা দেবে।

রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর অফিস আদেশে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে বদলি করা হয়। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।