০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শোকে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন থালাপতি বিজয়

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৭:০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 12

তামিলনাড়ুতে রাজনৈতিক জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোকাহত ‘থালাপতি’ বিজয়। এতটাই ভেঙে পড়েছেন তিনি, যে ঘটনার পর থেকে খাওয়া-দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছেন এই অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া তারকা।

ঘটনাটি ঘটে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলায়। বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর এক সমাবেশে বিপুল মানুষের উপস্থিতিতে হুড়োহুড়ি ও গরমে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। পদদলিত হয়ে প্রাণ হারান নারী-শিশুসহ ৪১ জন, আহত হন শতাধিক।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর বরাতে জানা যায়, বিজয় এমন হৃদয়বিদারক ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কোনো ধরনের খাবারই গ্রহণ করছেন না।

প্রত্যেক নিহতের পরিবারকে ২০ লাখ এবং আহতদের ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়।

এদিকে জনসভায় মৃত্যুর ঘটনায় ভারতীয় পুলিশ দায়ের করেছে মামলা। টিভিকে-র দুই শীর্ষ নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ এনেছে তারা। তবে দলটির দাবি, পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা পরিকল্পিতভাবে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। টিভিকে ঘটনার স্বাধীন তদন্ত চেয়ে মাদ্রাজ কোর্টে আপিল করেছে এবং চায় সিবিআই বা আদালতের তত্ত্বাবধানে তদন্ত।

ঘটনার পরই বিজয়কে মৌখিকভাবে এলাকা ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। এরপর তিনি চেন্নাইয়ে নিজের বাসভবনে ফিরে যান। তবে সেখানেও বিপদ পিছু ছাড়েনি। বিজয়ের নীলঙ্কারাইয়ের বাড়িতে বোমা হামলার হুমকির পর বাড়ানো হয়েছে নিরাপত্তা। চেন্নাই পুলিশ ঘিরে ফেলে পুরো এলাকা। ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালায়।

পরবর্তীতে বিশেষজ্ঞদের মাধ্যমে নিশ্চিত করা হয়, ওই এলাকায় আর কোনো হুমকি নেই।

এদিকে এক্স (সাবেক টুইটার)-এ টিভিকে-র এক পোস্টে ৫১ বছর বয়সী বিজয় শোক প্রকাশ করে লিখেছেন, “আমার হৃদয়ে যে ব্যথা অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সজলকে ধরে রাখে রনি, পরে গুলির শব্দ পাই

শোকে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন থালাপতি বিজয়

আপডেট সময়ঃ ০৭:০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

তামিলনাড়ুতে রাজনৈতিক জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোকাহত ‘থালাপতি’ বিজয়। এতটাই ভেঙে পড়েছেন তিনি, যে ঘটনার পর থেকে খাওয়া-দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছেন এই অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া তারকা।

ঘটনাটি ঘটে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলায়। বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর এক সমাবেশে বিপুল মানুষের উপস্থিতিতে হুড়োহুড়ি ও গরমে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। পদদলিত হয়ে প্রাণ হারান নারী-শিশুসহ ৪১ জন, আহত হন শতাধিক।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর বরাতে জানা যায়, বিজয় এমন হৃদয়বিদারক ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কোনো ধরনের খাবারই গ্রহণ করছেন না।

প্রত্যেক নিহতের পরিবারকে ২০ লাখ এবং আহতদের ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়।

এদিকে জনসভায় মৃত্যুর ঘটনায় ভারতীয় পুলিশ দায়ের করেছে মামলা। টিভিকে-র দুই শীর্ষ নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ এনেছে তারা। তবে দলটির দাবি, পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা পরিকল্পিতভাবে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। টিভিকে ঘটনার স্বাধীন তদন্ত চেয়ে মাদ্রাজ কোর্টে আপিল করেছে এবং চায় সিবিআই বা আদালতের তত্ত্বাবধানে তদন্ত।

ঘটনার পরই বিজয়কে মৌখিকভাবে এলাকা ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। এরপর তিনি চেন্নাইয়ে নিজের বাসভবনে ফিরে যান। তবে সেখানেও বিপদ পিছু ছাড়েনি। বিজয়ের নীলঙ্কারাইয়ের বাড়িতে বোমা হামলার হুমকির পর বাড়ানো হয়েছে নিরাপত্তা। চেন্নাই পুলিশ ঘিরে ফেলে পুরো এলাকা। ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালায়।

পরবর্তীতে বিশেষজ্ঞদের মাধ্যমে নিশ্চিত করা হয়, ওই এলাকায় আর কোনো হুমকি নেই।

এদিকে এক্স (সাবেক টুইটার)-এ টিভিকে-র এক পোস্টে ৫১ বছর বয়সী বিজয় শোক প্রকাশ করে লিখেছেন, “আমার হৃদয়ে যে ব্যথা অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”