১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক নির্যাতন, কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 15

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের মামলায় জেলা প্রশাসনের সাবেক কর্মকর্তা সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।

ঘটনার সূত্রপাত ২০২০ সালের ১৩ মার্চ রাতে। কুড়িগ্রামের স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগান প্রশাসনের একাধিক অনিয়ম ও একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে মধ্যরাতে তার বাসায় হানা দেওয়া হয়। চোখ বেঁধে তুলে নিয়ে ডিসি অফিসে চালানো হয় নির্মম নির্যাতন। পরে তার বিরুদ্ধে মাদক উদ্ধারের অভিযোগ তুলে রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরিফুল হক রিগান কারামুক্ত হয়ে ঘটনার বিচার চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন, যা প্রায় পাঁচ বছর ধরে চলমান। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেলেও, স্থায়ী জামিন পেতে মঙ্গলবার তিনি জেলা আদালতে হাজির হন। তবে আদালত তার আবেদন না মেনে সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগঃ

সাংবাদিক নির্যাতন, কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

আপডেট সময়ঃ ১১:৫১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের মামলায় জেলা প্রশাসনের সাবেক কর্মকর্তা সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।

ঘটনার সূত্রপাত ২০২০ সালের ১৩ মার্চ রাতে। কুড়িগ্রামের স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগান প্রশাসনের একাধিক অনিয়ম ও একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে মধ্যরাতে তার বাসায় হানা দেওয়া হয়। চোখ বেঁধে তুলে নিয়ে ডিসি অফিসে চালানো হয় নির্মম নির্যাতন। পরে তার বিরুদ্ধে মাদক উদ্ধারের অভিযোগ তুলে রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরিফুল হক রিগান কারামুক্ত হয়ে ঘটনার বিচার চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন, যা প্রায় পাঁচ বছর ধরে চলমান। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেলেও, স্থায়ী জামিন পেতে মঙ্গলবার তিনি জেলা আদালতে হাজির হন। তবে আদালত তার আবেদন না মেনে সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।