১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১১ দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৪:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 14

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তিতে পশ্চিমা বিশ্বের ১১টি দেশ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। তারা রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের সঙ্গে কাজ করবে এবং পরিস্থিতি মনিটর করবে।

বিশেষ করে আগামী মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সম্মেলন সামনে রেখে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে উদ্যোগ নেবে। বিবৃতিতে অংশগ্রহণকারী দেশগুলো হলোঃ অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আট বছর পর আমরা মিয়ানমার সামরিক বাহিনীর কর্মকাণ্ড স্মরণ করছি, যার ফলে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছেন।’

দলীয় বিবৃতিতে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে, যারা রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদান করছেন। পাশাপাশি রোহিঙ্গাদের ভবিষ্যৎ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা ও শান্তিপূর্ণ মিয়ানমার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

দেশগুলো উল্লেখ করেছে, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য এখনো নিরাপদ ও স্থায়ী পরিবেশ তৈরি করা প্রয়োজন। সহিংসতা বন্ধ এবং মানবিক সহায়তা অবাধে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধি নিশ্চিত করা প্রয়োজন, যাতে তারা সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতাশীল হয় এবং বাংলাদেশে নিরাপদ ও সম্মানজনক জীবন কাটাতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধান খুঁজে বের করতে বাংলাদেশ ও রোহিঙ্গাদের পাশে অটলভাবে দাঁড়িয়ে আছে।

ট্যাগঃ

১১ দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে

আপডেট সময়ঃ ০৪:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তিতে পশ্চিমা বিশ্বের ১১টি দেশ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। তারা রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের সঙ্গে কাজ করবে এবং পরিস্থিতি মনিটর করবে।

বিশেষ করে আগামী মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সম্মেলন সামনে রেখে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে উদ্যোগ নেবে। বিবৃতিতে অংশগ্রহণকারী দেশগুলো হলোঃ অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আট বছর পর আমরা মিয়ানমার সামরিক বাহিনীর কর্মকাণ্ড স্মরণ করছি, যার ফলে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছেন।’

দলীয় বিবৃতিতে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে, যারা রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদান করছেন। পাশাপাশি রোহিঙ্গাদের ভবিষ্যৎ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা ও শান্তিপূর্ণ মিয়ানমার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

দেশগুলো উল্লেখ করেছে, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য এখনো নিরাপদ ও স্থায়ী পরিবেশ তৈরি করা প্রয়োজন। সহিংসতা বন্ধ এবং মানবিক সহায়তা অবাধে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধি নিশ্চিত করা প্রয়োজন, যাতে তারা সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতাশীল হয় এবং বাংলাদেশে নিরাপদ ও সম্মানজনক জীবন কাটাতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধান খুঁজে বের করতে বাংলাদেশ ও রোহিঙ্গাদের পাশে অটলভাবে দাঁড়িয়ে আছে।