০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পি আরসহ ৫ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৫:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 14

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর/২৫) বিকেল ৩টায় ঈশ্বরগঞ্জ পৌর সদরের মার্কাজ মসজিদের সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ শুরু হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। অপরদিকে বিকেল ৪ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক উপজেলার পাট বাজার হতে বিক্ষোভ সমাবেশটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এসে আলোচনা সমাবেশের মধ্যদিয়ে শেষ হয় ।

জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান, সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ তানহার আলী, পৌর সভাপতি আব্দুল্লাহ সুমন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি শিহাবুল সেক্রেটারি ইসলাম শিহাব উদ্দিনসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি হাদিউল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার জয়েন সেক্রেটারি মুফতি তোফায়েল আহমেদ নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা শাখার জয়েন সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম মন্ডল, সদস্য আহমদ আলী, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান সাঈদ, সাংগঠনিক সম্পাদক আরশাদুল হক, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি শহিদুল ইসলাম শহীদ, ইসলামী যুব আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি নূর মোহাম্মদ ফারুকী, ইসলামী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি হাফেজ আব্দুল্লাহ জুবায়ের প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

কুশল/সাএ

ট্যাগঃ

পি আরসহ ৫ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময়ঃ ০৫:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর/২৫) বিকেল ৩টায় ঈশ্বরগঞ্জ পৌর সদরের মার্কাজ মসজিদের সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ শুরু হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। অপরদিকে বিকেল ৪ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক উপজেলার পাট বাজার হতে বিক্ষোভ সমাবেশটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এসে আলোচনা সমাবেশের মধ্যদিয়ে শেষ হয় ।

জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান, সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ তানহার আলী, পৌর সভাপতি আব্দুল্লাহ সুমন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি শিহাবুল সেক্রেটারি ইসলাম শিহাব উদ্দিনসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি হাদিউল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার জয়েন সেক্রেটারি মুফতি তোফায়েল আহমেদ নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা শাখার জয়েন সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম মন্ডল, সদস্য আহমদ আলী, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান সাঈদ, সাংগঠনিক সম্পাদক আরশাদুল হক, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি শহিদুল ইসলাম শহীদ, ইসলামী যুব আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি নূর মোহাম্মদ ফারুকী, ইসলামী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি হাফেজ আব্দুল্লাহ জুবায়ের প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

কুশল/সাএ