০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভাঙার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১০:০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • 59

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান।

বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি ভাঙ্গা পৌর এলাকার জেলেপাড়া মন্দির এবং ভাঙ্গা বাজার কালী মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল আসিফ ইকবাল, ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন, এবং ফরিদপুর ট্রাফিক পুলিশের (ভাঙ্গা সার্কেল) ইনচার্জ মো. কাজল।

পরিদর্শনকালে রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান বলেন, “ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি রেজাউল করিম মল্লিক স্যারের নির্দেশে আমরা পরিদর্শন করছি। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্ভয়ে, নির্বিঘ্নে ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “ধর্মীয় সম্প্রীতি কেউ যদি নষ্ট করতে চায় অথবা কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য দেয় বা গুজব ছড়ায়, আমরা তা প্রতিহত করবো। আমাদের প্রতিটি পূজামণ্ডপে পুলিশ, আনসার সদস্য এবং স্বেচ্ছাসেবক রয়েছে।”

অতিরিক্ত ডিআইজি বলেন, “আমাদের ডিআইজি স্যার ঢাকা রেঞ্জে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে এসেছেন। আমরা আপনাদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিচ্ছি।

আপনারা আমাদেরকে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এ বছর যেন সফলভাবে শেষ হয় এবং সনাতন ধর্মাবলম্বীদের মনের আশা পূরণ হয়, এই প্রত্যাশা রাখছি।”

মুনতাসির/সাএ

ট্যাগঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভাঙার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি

আপডেট সময়ঃ ১০:০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান।

বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি ভাঙ্গা পৌর এলাকার জেলেপাড়া মন্দির এবং ভাঙ্গা বাজার কালী মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল আসিফ ইকবাল, ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন, এবং ফরিদপুর ট্রাফিক পুলিশের (ভাঙ্গা সার্কেল) ইনচার্জ মো. কাজল।

পরিদর্শনকালে রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান বলেন, “ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি রেজাউল করিম মল্লিক স্যারের নির্দেশে আমরা পরিদর্শন করছি। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্ভয়ে, নির্বিঘ্নে ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “ধর্মীয় সম্প্রীতি কেউ যদি নষ্ট করতে চায় অথবা কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য দেয় বা গুজব ছড়ায়, আমরা তা প্রতিহত করবো। আমাদের প্রতিটি পূজামণ্ডপে পুলিশ, আনসার সদস্য এবং স্বেচ্ছাসেবক রয়েছে।”

অতিরিক্ত ডিআইজি বলেন, “আমাদের ডিআইজি স্যার ঢাকা রেঞ্জে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে এসেছেন। আমরা আপনাদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিচ্ছি।

আপনারা আমাদেরকে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এ বছর যেন সফলভাবে শেষ হয় এবং সনাতন ধর্মাবলম্বীদের মনের আশা পূরণ হয়, এই প্রত্যাশা রাখছি।”

মুনতাসির/সাএ