বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের ওড়িশা ও তৎসংলগ্ন অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করছে।
ফলে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা না থাকলেও চলমান বৃষ্টি ৭-৮ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আজ ও কাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রোববার বৃষ্টি কিছুটা কমলেও পরদিন থেকে আবারও বাড়তে পারে।
একইসঙ্গে স্থল নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগর ও নদীতে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বানও জানান তিনি।
বৃষ্টিপাতে পাহাড় ধ্বসের সম্ভাবনা থাকায় ঝুঁকিপূর্ণ পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় যাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, বৃষ্টিতে রাজধানীতেও জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।
মুনতাসির/সাএ
এডমিন 












