০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 13

সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করেছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নির্বাপণ সম্পন্ন হয়।

ফায়ার সার্ভিস জানায়, পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টা ১৯ মিনিটে সংবাদ পেয়ে ১২টা ৩৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। সেনাবাহিনীসহ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নির্বাপণ করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৪)-এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সাভার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৪টা ২৭ মিনিটে আগুন পুরোপুরিভাবে নির্বাপণ করা হয়েছে।

কুশল/সাএ

ট্যাগঃ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

আপডেট সময়ঃ ১১:৫৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করেছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নির্বাপণ সম্পন্ন হয়।

ফায়ার সার্ভিস জানায়, পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টা ১৯ মিনিটে সংবাদ পেয়ে ১২টা ৩৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। সেনাবাহিনীসহ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নির্বাপণ করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৪)-এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সাভার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৪টা ২৭ মিনিটে আগুন পুরোপুরিভাবে নির্বাপণ করা হয়েছে।

কুশল/সাএ