পার্বতীপুর লোকোশেডে দুটি ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিন দুটি লাইনচ্যুত হয়। পরবর্তীতে উদ্ধারকারী ট্রেন আসে উদ্ধার করার জন্য। ইঞ্জিন তুলতে গিয়ে উদ্ধারকারী ট্রেনটিও উল্টে পড়ে।
আজ শনিবার সকালে পার্বতীপুর স্টেশনের অদূরে লোকোশেড এলাকায় দুটি লোকোমেটিভ (ইঞ্জিন) মুখোমুখি সংঘর্ষে উল্টে পড়ে।
জানা গেছে, পার্বতীপুর লোকোশেডে উল্টে যাওয়া এই রিলিফ ট্রেনকে উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন আসছে।
এদিকে, এরইমধ্যে ঈশ্বরদী থেকে উদ্ধার করতে রিলিফ ট্রেন রওনা দিয়েছে।
কুশল/সাএ
এডমিন 






