০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভরণপোষণ চাওয়ায় বৃদ্ধ বাবা-মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:১৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • 10

মানিকগঞ্জে ভরণপোষণ চাওয়ায় বৃদ্ধ বাবা-মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে মানিকগঞ্জ সদর থানায় মামলা রুজু হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুই ছেলে হলেন জসিম (৫২) ও জাকির (৩৫)। তারা মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেওয়ারজানি এলাকার আব্দুর গফুর মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বৃদ্ধ বাবা-মা দীর্ঘদিন ধরে অসহায় জীবনযাপন করছিলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক নিন্দার ঝড় উঠেছে।

এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) ৭০ বছর বয়সী জহুরা বেগম মানিকগঞ্জ সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে তিনি অভিযোগ করেন, ভরণপোষণের দাবিতে সন্তানদের কাছে গেলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে ও তার স্বামীকে মারধর করেন। এমনকি জুতাপেটা করে ঘর থেকে বের করে দেন বলেও উল্লেখ করেন তিনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “বৃদ্ধ দম্পতির অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কুশল/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সজলকে ধরে রাখে রনি, পরে গুলির শব্দ পাই

ভরণপোষণ চাওয়ায় বৃদ্ধ বাবা-মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

আপডেট সময়ঃ ১২:১৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

মানিকগঞ্জে ভরণপোষণ চাওয়ায় বৃদ্ধ বাবা-মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে মানিকগঞ্জ সদর থানায় মামলা রুজু হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুই ছেলে হলেন জসিম (৫২) ও জাকির (৩৫)। তারা মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেওয়ারজানি এলাকার আব্দুর গফুর মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বৃদ্ধ বাবা-মা দীর্ঘদিন ধরে অসহায় জীবনযাপন করছিলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক নিন্দার ঝড় উঠেছে।

এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) ৭০ বছর বয়সী জহুরা বেগম মানিকগঞ্জ সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে তিনি অভিযোগ করেন, ভরণপোষণের দাবিতে সন্তানদের কাছে গেলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে ও তার স্বামীকে মারধর করেন। এমনকি জুতাপেটা করে ঘর থেকে বের করে দেন বলেও উল্লেখ করেন তিনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “বৃদ্ধ দম্পতির অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কুশল/সাএ