ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে এনসিপি ও গণধিকার পরিষদের পক্ষে যৌথভাবে বাধা প্রদানের ঘটনা ঘটেছে। এ সময় কোন হতাহতের ঘটনা না ঘটলেও তীব্র বাকবিতন্ডা হতে দেখা গেছে।
শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায় জাতীয় পার্টির কেরানীগঞ্জ উপজেলা আহবায়ক রমজান মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কেরানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে চুনকুটিয়া চৌরাস্তায় আফসার আলী ভবনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি উপস্থিতিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে পুলিশের অনুমতি না পেয়ে তারা সম্মেলন বন্ধ করে দুপুরে গোলাম বাজার এলাকায় রমজান মেম্বারের বাসায় দুপুরের খাবার খাওয়ার জন্য জড়ো হয়। এ খবর পেয়ে কেরানীগঞ্জের এনসিপি ও তাদের অঙ্গ সংগঠন যুবশক্তি এবং গণধিকার পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে কোন প্রকার অনুষ্ঠান এখানে হতে দেওয়া হবে না বলে বাধা প্রদান করে। এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। পরবর্তীতে এনসিপি ও গণধিকার নেতৃবৃন্দ গোলামবাজার ব্রিজের পাশে অবস্থান নিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিকল্প পথে মহাসচিবকে নিরাপদে অবস্থান ত্যাগ করতে গাড়িতে তুলে দেন।
এ সময় এনসিপির পক্ষ থেকে কেরানীগঞ্জে উপজেলা আহবায়ক আল আমিন মিনহাজ বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর। কেরানীগঞ্জের মাটিতে তাদের কোন অনুষ্ঠান করতে দেয়া হবে না।
এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিবের কাছে তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কেন্দ্রীয়ভাবে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন।
সাজু/নিএ
এডমিন 






