০৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জেনে নিন আগামী বছর কোন মাসে কত দিন ছুটি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • 23

আগামী ২০২৬ সালে জানুয়ারি, জুলাই ও নভেম্বরে কোনো সরকারি ছুটি থাকছে না। বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী বছরের সাধারণ ছুটি থাকবে মোট ১৪ দিন। মাসভিত্তিক ছুটির তালিকা নিম্নরূপ—

জানুয়ারি: কোনো ছুটি নেই
ফেব্রুয়ারি: ১ দিন
মার্চ: ৩ দিন
এপ্রিল: কোনো ছুটি নেই
মে: ২ দিন
জুন: কোনো ছুটি নেই
জুলাই: কোনো ছুটি নেই
আগস্ট: ২ দিন
সেপ্টেম্বর: ১ দিন
অক্টোবর: ১ দিন
নভেম্বর: কোনো ছুটি নেই
ডিসেম্বর: ১ দিন

এ ছাড়া নির্বাহী আদেশে ঘোষিত ছুটি থাকবে আরও ১৪ দিন। এর মধ্যে—

ফেব্রুয়ারি: ১ দিন
মার্চ: ১ দিন, এছাড়া ঈদুল ফিতরের আগে ও পরে ১৯–২০ মার্চ এবং ২২–২৩ মার্চ দুদিন করে ছুটি
এপ্রিল: ১ দিন
মে: ঈদুল আজহার আগে ২৬–২৭ মে এবং পরে ২৯–৩১ মে—মোট ৫ দিন
জুন: ১ দিন
অক্টোবর: ১ দিন

সব মিলিয়ে ২০২৬ সালে সরকারি কর্মচারীরা মোট ২৮ দিনের সরকারি ছুটি উপভোগ করবেন—এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে প্রদত্ত ছুটি।

তবে প্রজ্ঞাপন অনুযায়ী, এই ২৮ দিনের ছুটির মধ্যে ১১ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) দিনে। ফলে সরকারি চাকরিজীবীরা কার্যত ১৭ দিনের ছুটি পাবেন কার্যদিবসে।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ভারতে সংখ্যালঘু হত্যাকাণ্ডে উদ্বেগ জানালো বাংলাদেশ

জেনে নিন আগামী বছর কোন মাসে কত দিন ছুটি

আপডেট সময়ঃ ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

আগামী ২০২৬ সালে জানুয়ারি, জুলাই ও নভেম্বরে কোনো সরকারি ছুটি থাকছে না। বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী বছরের সাধারণ ছুটি থাকবে মোট ১৪ দিন। মাসভিত্তিক ছুটির তালিকা নিম্নরূপ—

জানুয়ারি: কোনো ছুটি নেই
ফেব্রুয়ারি: ১ দিন
মার্চ: ৩ দিন
এপ্রিল: কোনো ছুটি নেই
মে: ২ দিন
জুন: কোনো ছুটি নেই
জুলাই: কোনো ছুটি নেই
আগস্ট: ২ দিন
সেপ্টেম্বর: ১ দিন
অক্টোবর: ১ দিন
নভেম্বর: কোনো ছুটি নেই
ডিসেম্বর: ১ দিন

এ ছাড়া নির্বাহী আদেশে ঘোষিত ছুটি থাকবে আরও ১৪ দিন। এর মধ্যে—

ফেব্রুয়ারি: ১ দিন
মার্চ: ১ দিন, এছাড়া ঈদুল ফিতরের আগে ও পরে ১৯–২০ মার্চ এবং ২২–২৩ মার্চ দুদিন করে ছুটি
এপ্রিল: ১ দিন
মে: ঈদুল আজহার আগে ২৬–২৭ মে এবং পরে ২৯–৩১ মে—মোট ৫ দিন
জুন: ১ দিন
অক্টোবর: ১ দিন

সব মিলিয়ে ২০২৬ সালে সরকারি কর্মচারীরা মোট ২৮ দিনের সরকারি ছুটি উপভোগ করবেন—এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে প্রদত্ত ছুটি।

তবে প্রজ্ঞাপন অনুযায়ী, এই ২৮ দিনের ছুটির মধ্যে ১১ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) দিনে। ফলে সরকারি চাকরিজীবীরা কার্যত ১৭ দিনের ছুটি পাবেন কার্যদিবসে।

সাজু/নিএ