০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ আজ 

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • 17

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার রাজধানীর পল্টনে যুগপৎ আন্দোলনে যুক্ত আট দল বড় পরিসরের গণসমাবেশ করবে। এতে লাখো মানুষের উপস্থিতি আশা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে আট দলের নেতাদের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, “হাজার হাজার নয়, লাখ লাখ মানুষের জমায়েত হবে। রাজধানী ও আশপাশের এলাকার মানুষই এতে যুক্ত হবে। আমরা দেশব্যাপী সমাবেশ করতে পারতাম, কিন্তু এবার শুধু ঢাকাকেন্দ্রিক সমাবেশের আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের আন্দোলনের চতুর্থ পর্ব শেষ হয়ে পঞ্চম পর্ব চলছে। ৬ নভেম্বর আমরা স্মারকলিপি দিয়েছি এবং ১১ নভেম্বরের গণসমাবেশ ঘোষণা করেছিলাম। এই আন্দোলন জনগণের মৌলিক দাবির পক্ষে, এটি কোনো রাজনৈতিক জোট নয় বরং একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম।”

বিএনপির সঙ্গে সমন্বয়ের বিষয়ে তিনি বলেন, “বিএনপি জানিয়েছে, তারা জামায়াতের ডাকে সাড়া দেবে না। আমরাও বলছি—তারা ডাকলে আমরা অবশ্যই সাড়া দেব। আলোচনা ও আন্দোলন—দুই পথই আমরা খোলা রাখব।”

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ আজ 

আপডেট সময়ঃ ০৬:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার রাজধানীর পল্টনে যুগপৎ আন্দোলনে যুক্ত আট দল বড় পরিসরের গণসমাবেশ করবে। এতে লাখো মানুষের উপস্থিতি আশা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে আট দলের নেতাদের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, “হাজার হাজার নয়, লাখ লাখ মানুষের জমায়েত হবে। রাজধানী ও আশপাশের এলাকার মানুষই এতে যুক্ত হবে। আমরা দেশব্যাপী সমাবেশ করতে পারতাম, কিন্তু এবার শুধু ঢাকাকেন্দ্রিক সমাবেশের আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের আন্দোলনের চতুর্থ পর্ব শেষ হয়ে পঞ্চম পর্ব চলছে। ৬ নভেম্বর আমরা স্মারকলিপি দিয়েছি এবং ১১ নভেম্বরের গণসমাবেশ ঘোষণা করেছিলাম। এই আন্দোলন জনগণের মৌলিক দাবির পক্ষে, এটি কোনো রাজনৈতিক জোট নয় বরং একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম।”

বিএনপির সঙ্গে সমন্বয়ের বিষয়ে তিনি বলেন, “বিএনপি জানিয়েছে, তারা জামায়াতের ডাকে সাড়া দেবে না। আমরাও বলছি—তারা ডাকলে আমরা অবশ্যই সাড়া দেব। আলোচনা ও আন্দোলন—দুই পথই আমরা খোলা রাখব।”

সাজু/নিএ