মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য ‘মুক্তবাংলা’য় এ শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।
এসময় সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকজ্জামান, সহ-সভাপতি ড. শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ড. রশিদুজ্জামান ও ড. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ড. হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ড. শেখ মোহাম্মদ আবদুর রউফ, প্রচার সম্পাদক ড. মো. শাহীনুজ্জামান, সংগ্রহ ও প্রকাশনা সম্পাদক ড. এ কে এম রাশেদুজ্জামান, কার্যনির্বাহী অধ্যাপক ড. নজিবুল হক উপস্থিত ছিলেন। এছাড়া ইবির সিনিয়র অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও সংগঠনটির সাবেক সভাপতি ড. আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।
পরে দুপুর সাড়ে ১২ টার দিকে শহিদ জিয়াউর রহমান স্থাপিত ইবির ভিত্তিপ্রস্তরে পুষ্প স্তবক অর্পন সংগঠনটির নেতাকর্মীরা।
এরআগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে বিজয় দিবসের র্যালিতে অংশ নেন সংগঠনটির সদস্যরা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধে এসে সমবেত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউট্যাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন বিভাগ, হল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে।
কুশল/সাএ
এডমিন 














