০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির মুজিব হলের নাম রাখা হলো- ‘শহীদ ওসমান হাদি হল’

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • 10

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ লিখেছেন শিক্ষার্থীরা।

শনিবার (২০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ক্রেন এনে হলটির প্রধান ফটকে ‘শহীদ ওসমান হাদী’ নাম লিখেন। এছাড়া হলে থাকা শুধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভেঙে সেখানে হাদির গ্রাফিতি আঁকা হবে, বলে জানিয়েছে হলটির হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ।

তিনি বলেন, ‘হলের শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তিতে আমরা হলের নামকরণ শহীদ ওসমান হাদী হল নামকরণের সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমাদের হলে মুজিবের কিছু দেয়ালচিত্র রয়েছে, সেগুলো মুছে ওসমান হাদির গ্রাফিতি আঁকা হবে।’

হল প্রশাসন বিষয়টি অবগত কিংবা কোন বাঁধা প্রদান করেছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘হল প্রশাসন বিষয়টি অবগত রয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা হলের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নামকরণের উদ্যোগ নিয়েছি।’

এদিকে শেখ মুজিবুর রহমানের হল প্রাধ্যক্ষ অধ্যপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে মুঠোফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।

এ রিপোর্ট লিখা পর্যন্ত (রাত ১১টা) প্রধান ফটকে নাম লিখনের কাজ চলছিল।

এদিকে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল, ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল কিংবা ক্যাপ্টেন সেতারা বেগম করা (শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তিতে) এবং কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস ঘেরাও কর্মসূচি আজ রবিবার দুপুর আড়াইটার দিকে পালনের কথা রয়েছে। গত শনিবার রাতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পাঠানো এক বার্তায় তা জানানো হয়।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

রাশিয়ার ভয়ে সামরিক ব্যয় বাড়ানোর আহ্বান সুইজারল্যান্ড সেনাপ্রধানের

ঢাবির মুজিব হলের নাম রাখা হলো- ‘শহীদ ওসমান হাদি হল’

আপডেট সময়ঃ ০৬:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ লিখেছেন শিক্ষার্থীরা।

শনিবার (২০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ক্রেন এনে হলটির প্রধান ফটকে ‘শহীদ ওসমান হাদী’ নাম লিখেন। এছাড়া হলে থাকা শুধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভেঙে সেখানে হাদির গ্রাফিতি আঁকা হবে, বলে জানিয়েছে হলটির হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ।

তিনি বলেন, ‘হলের শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তিতে আমরা হলের নামকরণ শহীদ ওসমান হাদী হল নামকরণের সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমাদের হলে মুজিবের কিছু দেয়ালচিত্র রয়েছে, সেগুলো মুছে ওসমান হাদির গ্রাফিতি আঁকা হবে।’

হল প্রশাসন বিষয়টি অবগত কিংবা কোন বাঁধা প্রদান করেছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘হল প্রশাসন বিষয়টি অবগত রয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা হলের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নামকরণের উদ্যোগ নিয়েছি।’

এদিকে শেখ মুজিবুর রহমানের হল প্রাধ্যক্ষ অধ্যপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে মুঠোফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।

এ রিপোর্ট লিখা পর্যন্ত (রাত ১১টা) প্রধান ফটকে নাম লিখনের কাজ চলছিল।

এদিকে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল, ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল কিংবা ক্যাপ্টেন সেতারা বেগম করা (শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তিতে) এবং কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস ঘেরাও কর্মসূচি আজ রবিবার দুপুর আড়াইটার দিকে পালনের কথা রয়েছে। গত শনিবার রাতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পাঠানো এক বার্তায় তা জানানো হয়।

সাজু/নিএ