গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় চলন্ত একটি বাসে আগুন ধরে ইঞ্জিনসহ পুড়ে গেছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হঠাৎ বাসটির ইঞ্জিনে আগুন লাগলে ভেতরে থাকা প্রায় দশজন যাত্রী দ্রুত নেমে যান। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভায়।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, ইঞ্জিন অংশে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের দুইটি ইউনিট কাজ করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. মহিউদ্দিন বলেন, গাজীপুর থেকে ঢাকাগামী বাসটিতে যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিক তদন্তে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সাজু/নিএ
এডমিন 


















