০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আজ সকাল ১১টায় শেখ হাসিনার মামলার রায়

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • 15

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করা হবে। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বসবে বেলা ১১টায়। 

প্রসিকিউটর গাজি এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলার রায় ঘোষণা করবেন। 

প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে বিজিবি, র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিয়োজিত রয়েছেন। পাশাপাশি সেনাবাহিনী চেয়ে চিঠি পাঠানো হয়েছে সুপ্রিম কোর্ট থেকে।

উল্লেখ্য, শেখ হাসিনার রায় বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। একই সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও তা প্রচার করা হবে।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আজ সকাল ১১টায় শেখ হাসিনার মামলার রায়

আপডেট সময়ঃ ০৬:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করা হবে। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বসবে বেলা ১১টায়। 

প্রসিকিউটর গাজি এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলার রায় ঘোষণা করবেন। 

প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে বিজিবি, র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিয়োজিত রয়েছেন। পাশাপাশি সেনাবাহিনী চেয়ে চিঠি পাঠানো হয়েছে সুপ্রিম কোর্ট থেকে।

উল্লেখ্য, শেখ হাসিনার রায় বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। একই সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও তা প্রচার করা হবে।

সালাউদ্দিন/সাএ