১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম জিয়ার শারীরিক অবস্থা ‘একদমই ভালো না’: আইন উপদেষ্টা আসিফ নজরুল

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৭:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • 17

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শুক্রবার গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে দেখে এসে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থা ‘একদমই ভালো না’।

​শনিবার (২৯ নভেম্বর) রাত ১টা ৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে আইন উপদেষ্টা এ উদ্বেগের কথা জানান। তিনি লেখেন, ‘‘এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনি ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।’’

​এর আগে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের সামনে বিএনপির জ্যেষ্ঠ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভিড় দেখা যায়। উদ্বেগ নিয়ে নেত্রীর স্বাস্থ্যের খবরের অপেক্ষায় ছিলেন তাঁরা।

​ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে সংক্রমণ নিয়ে বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে। এর আগে শুক্রবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছিলেন যে, বেগম জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

​প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।

​উল্লেখ্য, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর থেকে শারীরিক নানা জটিলতায় তাঁকে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বেগম জিয়ার শারীরিক অবস্থা ‘একদমই ভালো না’: আইন উপদেষ্টা আসিফ নজরুল

আপডেট সময়ঃ ০৭:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শুক্রবার গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে দেখে এসে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থা ‘একদমই ভালো না’।

​শনিবার (২৯ নভেম্বর) রাত ১টা ৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে আইন উপদেষ্টা এ উদ্বেগের কথা জানান। তিনি লেখেন, ‘‘এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনি ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।’’

​এর আগে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের সামনে বিএনপির জ্যেষ্ঠ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভিড় দেখা যায়। উদ্বেগ নিয়ে নেত্রীর স্বাস্থ্যের খবরের অপেক্ষায় ছিলেন তাঁরা।

​ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে সংক্রমণ নিয়ে বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে। এর আগে শুক্রবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছিলেন যে, বেগম জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

​প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।

​উল্লেখ্য, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর থেকে শারীরিক নানা জটিলতায় তাঁকে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।