০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় জামায়াত নেতাকে প্রধান আসামি করে বিএনপির মামলা দায়ের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • 19

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই দলের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডলকে প্রধান আসামি করা হয়েছে।

উপজেলার সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাঁধন হাসান আলিম, আবু তালেব মণ্ডলকে প্রধান আসামি করে মোট ৩২ জনের নামে মামলা দায়ের করেন।

অপরদিকে, উপজেলার সাহাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মক্কেল মৃধাকে প্রধান আসামি করে ৩৫ জনের নামে মামলা করেছেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মুহা. সাইদুল ইসলাম।

শনিবার (২৯ নভেম্বর) রাতে দুই দলের নেতাকর্মীরা ঈশ্বরদী থানায় এই পৃথক মামলাগুলো দায়ের করেন। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের যগির মোড়ে জামায়াত ইসলামের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা চালান। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মী আহত হন। এর মধ্যে ৬ জন গুলিবিদ্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। মামলা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাসুম/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

পাবনায় জামায়াত নেতাকে প্রধান আসামি করে বিএনপির মামলা দায়ের

আপডেট সময়ঃ ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই দলের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডলকে প্রধান আসামি করা হয়েছে।

উপজেলার সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাঁধন হাসান আলিম, আবু তালেব মণ্ডলকে প্রধান আসামি করে মোট ৩২ জনের নামে মামলা দায়ের করেন।

অপরদিকে, উপজেলার সাহাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মক্কেল মৃধাকে প্রধান আসামি করে ৩৫ জনের নামে মামলা করেছেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মুহা. সাইদুল ইসলাম।

শনিবার (২৯ নভেম্বর) রাতে দুই দলের নেতাকর্মীরা ঈশ্বরদী থানায় এই পৃথক মামলাগুলো দায়ের করেন। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের যগির মোড়ে জামায়াত ইসলামের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা চালান। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মী আহত হন। এর মধ্যে ৬ জন গুলিবিদ্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। মামলা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাসুম/সাএ