স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, আসিফ মাহমুদ সম্প্রতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা করেছিলেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র। পদত্যাগের মাধ্যমে তিনি নির্বাচনে অংশ নেওয়ার পথ সুগম করেছেন।
মাহফুজ আলমও পদত্যাগ করেছেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই পদত্যাগের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দুই উপদেষ্টার সম্ভাব্য প্রার্থীতা।
এর আগে জাতীয় নির্বাচনে অংশ নিতে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল। তার পদত্যাগ নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেখানো হচ্ছে।
সাজু/নিএ
এডমিন 


















