০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেরার প্রস্তুতি সম্পন্ন: ট্রাভেল পাস হাতে পেলেন তারেক রহমান

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০২:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • 12

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার পথে আরেক ধাপ এগোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ট্রাভেল পাস হাতে পেয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।”

লন্ডনের কূটনৈতিক সূত্র জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ট্রাভেল পাসের জন্য পূরণ করা আবেদনপত্র অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে তারেক রহমানের নামে ট্রাভেল পাস ইস্যু করা হয়।

এর আগে তারেক রহমান নিজেই দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করেছিলেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরবেন।

এ তথ্য পরে নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার (১২ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে তিনি বলেন, ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন। সংশ্লিষ্ট ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে বেলা ১১টা ৫৫ মিনিটে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, তারেক রহমান কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় পৌঁছাবে।

তারেক রহমানের দেশে ফেরা ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন পর তার সরাসরি নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার প্রস্তুতির দিকে তাকিয়ে রয়েছে বিএনপি।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

রাশিয়ার ভয়ে সামরিক ব্যয় বাড়ানোর আহ্বান সুইজারল্যান্ড সেনাপ্রধানের

ফেরার প্রস্তুতি সম্পন্ন: ট্রাভেল পাস হাতে পেলেন তারেক রহমান

আপডেট সময়ঃ ০২:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার পথে আরেক ধাপ এগোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ট্রাভেল পাস হাতে পেয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।”

লন্ডনের কূটনৈতিক সূত্র জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ট্রাভেল পাসের জন্য পূরণ করা আবেদনপত্র অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে তারেক রহমানের নামে ট্রাভেল পাস ইস্যু করা হয়।

এর আগে তারেক রহমান নিজেই দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করেছিলেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরবেন।

এ তথ্য পরে নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার (১২ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে তিনি বলেন, ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন। সংশ্লিষ্ট ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে বেলা ১১টা ৫৫ মিনিটে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, তারেক রহমান কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় পৌঁছাবে।

তারেক রহমানের দেশে ফেরা ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন পর তার সরাসরি নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার প্রস্তুতির দিকে তাকিয়ে রয়েছে বিএনপি।