০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদ দেখা গেছে, ২ মাস পর শুরু পবিত্র রমজান

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • 13

মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ থেকে দুই মাস পর শুরু হবে মাহে রমজান। এবার যদি রজব মাস ২৯ দিন এবং শাবান মাস ৩০ দিনের হয়, তাহলে পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ৬০ বা ৬১ দিন বাকি থাকবে। তবে শেষ পর্যন্ত চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান শুরুর দিন চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

গলফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজানের প্রথম দিন হতে পারে ১৯ ফেব্রুয়ারি। তবে ওইদিন চাঁদ দেখা না গেলে একদিন পিছিয়ে রমজান শুরু হবে।

এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নেতৃত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দেশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭–এ জানাতে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ইসলামে রজব, জিলকদ, জিলহজ ও মহররম—এই চারটি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ বা হারাম মাস হিসেবে গণ্য করা হয়। এসব মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ। আরব সংস্কৃতি অনুযায়ী, এ সময় মানুষ যুদ্ধ-বিবাদ ও অন্যায়-অপরাধ থেকে বিরত থেকে আত্মশুদ্ধি ও বিশ্রামে সময় কাটাত।

রজব মাসের ২৬ তারিখের রাত মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মহিমান্বিত রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে ফিরে আসেন।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

রাশিয়ার ভয়ে সামরিক ব্যয় বাড়ানোর আহ্বান সুইজারল্যান্ড সেনাপ্রধানের

চাঁদ দেখা গেছে, ২ মাস পর শুরু পবিত্র রমজান

আপডেট সময়ঃ ০৬:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ থেকে দুই মাস পর শুরু হবে মাহে রমজান। এবার যদি রজব মাস ২৯ দিন এবং শাবান মাস ৩০ দিনের হয়, তাহলে পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ৬০ বা ৬১ দিন বাকি থাকবে। তবে শেষ পর্যন্ত চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান শুরুর দিন চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

গলফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজানের প্রথম দিন হতে পারে ১৯ ফেব্রুয়ারি। তবে ওইদিন চাঁদ দেখা না গেলে একদিন পিছিয়ে রমজান শুরু হবে।

এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নেতৃত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দেশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭–এ জানাতে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ইসলামে রজব, জিলকদ, জিলহজ ও মহররম—এই চারটি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ বা হারাম মাস হিসেবে গণ্য করা হয়। এসব মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ। আরব সংস্কৃতি অনুযায়ী, এ সময় মানুষ যুদ্ধ-বিবাদ ও অন্যায়-অপরাধ থেকে বিরত থেকে আত্মশুদ্ধি ও বিশ্রামে সময় কাটাত।

রজব মাসের ২৬ তারিখের রাত মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মহিমান্বিত রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে ফিরে আসেন।

সাজু/নিএ