০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কোরআনে হাত রেখে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিচারপতি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • 10

একজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি রাজ্যের বিচারপতির দায়িত্ব পেয়েছেন সোমা সাঈদ। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে তিনি মার্কিন বিচারব্যবস্থার ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্ট হাউজে আয়োজিত এক আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানে পবিত্র কুরআনে হাত রেখে বিচারপতি হিসেবে শপথ নেন সোমা সাঈদ। অনুষ্ঠানে উচ্চপদস্থ বিচারপতি, সরকারি কর্মকর্তা, কূটনীতিক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের সময় পবিত্র কুরআনকে নিজের অন্তরের ভালোবাসা ও সাহসী সিদ্ধান্তের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন সোমা সাঈদ। একজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক হিসেবে কুরআনে হাত রেখে যুক্তরাষ্ট্রের রাজ্য বিচারপতির দায়িত্ব গ্রহণকে দেশটির আইনি কাঠামোর ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এই অর্জনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় শুভেচ্ছা, আলোচনা ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত নির্বাচনে জনগণের ভোটে বিচারপতি নির্বাচিত হন সোমা সাঈদ। যুক্তরাষ্ট্রে স্টেট ও স্থানীয় পর্যায়ের বিচারক ও বিচারপতিরা সাধারণত সরাসরি নির্বাচনের মাধ্যমেই দায়িত্ব পান।

এর আগে ২০২১ সাল থেকে তিনি কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করে দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে সুনাম অর্জন করেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই মেধাবী নারী বিচারপতির সাফল্য প্রবাসী বাঙালি কমিউনিটির জন্য এক অনুপ্রেরণার নাম।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

কোরআনে হাত রেখে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিচারপতি

আপডেট সময়ঃ ০৬:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

একজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি রাজ্যের বিচারপতির দায়িত্ব পেয়েছেন সোমা সাঈদ। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে তিনি মার্কিন বিচারব্যবস্থার ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্ট হাউজে আয়োজিত এক আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানে পবিত্র কুরআনে হাত রেখে বিচারপতি হিসেবে শপথ নেন সোমা সাঈদ। অনুষ্ঠানে উচ্চপদস্থ বিচারপতি, সরকারি কর্মকর্তা, কূটনীতিক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের সময় পবিত্র কুরআনকে নিজের অন্তরের ভালোবাসা ও সাহসী সিদ্ধান্তের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন সোমা সাঈদ। একজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক হিসেবে কুরআনে হাত রেখে যুক্তরাষ্ট্রের রাজ্য বিচারপতির দায়িত্ব গ্রহণকে দেশটির আইনি কাঠামোর ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এই অর্জনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় শুভেচ্ছা, আলোচনা ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত নির্বাচনে জনগণের ভোটে বিচারপতি নির্বাচিত হন সোমা সাঈদ। যুক্তরাষ্ট্রে স্টেট ও স্থানীয় পর্যায়ের বিচারক ও বিচারপতিরা সাধারণত সরাসরি নির্বাচনের মাধ্যমেই দায়িত্ব পান।

এর আগে ২০২১ সাল থেকে তিনি কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করে দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে সুনাম অর্জন করেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই মেধাবী নারী বিচারপতির সাফল্য প্রবাসী বাঙালি কমিউনিটির জন্য এক অনুপ্রেরণার নাম।

সাজু/নিএ