এরপর
রাতে
রাজধানীর
গুলশানের
কার্যালয়
প্রাঙ্গণে
বিএনপির
স্থায়ী
কমিটির
সদস্য
সালাহউদ্দিন
আহমদ
দলের
পক্ষে
তাৎক্ষণিক
প্রতিক্রিয়া
দেন।
তিনি
বলেন,
‘আজকে
প্রধান
উপদেষ্টা
দুটি
গুরুত্বপূর্ণ
ঘোষণা
দিয়েছেন।
একটি
জুলাই
ঘোষণাপত্র,
আরেকটি
জাতির
উদ্দেশে
ভাষণের
মধ্য
দিয়ে
নির্বাচনের
ঘোষণা
দিয়েছেন।
আমরা
দুটোকেই
স্বাগত
জানাচ্ছি।’
সালাহউদ্দিন
আহমদ
বলেন,
এখন
নির্বাচন
কমিশন
তফসিল
ঘোষণা
করবে
যথাসময়ে।
এর
মধ্য
দিয়ে
বাংলাদেশে
নির্বাচন
নিয়ে
যে
একটি
দোদুল্যমানতা
ছিল,
তা
আর
রইল
না।
এখন
সারা
জাতি
নির্বাচনমুখী
পরিবেশের
মধ্য
দিয়ে
যাবে।
তিনি
বলেন,
‘আগামী
দিনের
নির্বাচন
ইনশা
আল্লাহ
অবাধ,
সুষ্ঠু,
নিরপেক্ষ
এবং
বিশ্বের
মধ্যে
সবচেয়ে
প্রশংসিত
একটা
নির্বাচন
হবে
বলে
আমরা
আশা
করি।
সেই
লক্ষ্যে
সমগ্র
জাতিকে
প্রস্তুতি
নেওয়ার
জন্য
আমরা
আহ্বান
জানাচ্ছি।’
সালাহউদ্দিন
আহমদ
আরও
বলেন,
‘আমরা
মনে
করি,
এই
ঘোষণার
মধ্য
দিয়ে
রাষ্ট্রে
রাজনৈতিক
স্থিতিশীলতা
আরও
বেশি
প্রতিষ্ঠিত
হবে।
ব্যবসা-বাণিজ্য,
বিনিয়োগে
কোনো
রকমের
অনিশ্চিত
পরিবেশ
আর
থাকবে
না।
সবকিছু
সচল
হবে
এবং
গতিশীলতা
পাবে।’
এডমিন 








