১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৩

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:২১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 19

ঢাকার গেন্ডারিয়ায় গভীর রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে একই পরিবারের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের শরীর প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে, এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ ও চিকিৎসকরা।

ঘটনা বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফরিদাবাদ মাদরাসার পাশে ঘটে। দগ্ধরা হলেন—মেসবাহ উদ্দিন, মোসলেহ উদ্দিন ও সালমানা বেগম। তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গেন্ডারিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির জানান, বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত নয়, এবং বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় ভিকট শব্দের সঙ্গে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চিকিৎসকরা জানিয়েছেন, দুইজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় অবস্থা গুরুতর, এবং তারা বর্তমানে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগঃ

সজলকে ধরে রাখে রনি, পরে গুলির শব্দ পাই

রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৩

আপডেট সময়ঃ ০৬:২১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

ঢাকার গেন্ডারিয়ায় গভীর রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে একই পরিবারের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের শরীর প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে, এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ ও চিকিৎসকরা।

ঘটনা বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফরিদাবাদ মাদরাসার পাশে ঘটে। দগ্ধরা হলেন—মেসবাহ উদ্দিন, মোসলেহ উদ্দিন ও সালমানা বেগম। তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গেন্ডারিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির জানান, বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত নয়, এবং বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় ভিকট শব্দের সঙ্গে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চিকিৎসকরা জানিয়েছেন, দুইজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় অবস্থা গুরুতর, এবং তারা বর্তমানে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।