১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নতুন ২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১০:০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 15

উত্তর কোরিয়া দুটি নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ রোববার (২৪ আগস্ট) জানায়, এই পরীক্ষা সরাসরি পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন।

সংস্থাটি জানিয়েছে, পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত করার সক্ষমতা দেখিয়েছে। এতে বোঝা যায়, নতুন এই অস্ত্রগুলোতে রয়েছে আধুনিক প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং কার্যকর প্রতিরক্ষা সক্ষমতা।

এই উৎক্ষেপণ এমন এক সময়ে ঘটল, যখন তার কিছু ঘণ্টা আগেই দক্ষিণ কোরিয়া জানায়, উত্তর কোরিয়ার প্রায় ৩০ জন সেনা সাময়িকভাবে ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পেরিয়ে আসে, যার জবাবে দক্ষিণ কোরীয় সেনারা সতর্কতামূলক গুলি চালায়। পরে পিয়ংইয়ং ঘটনাটিকে ‘ইচ্ছাকৃত উসকানি’ বলে অভিহিত করে।

এদিকে, সোমবার (২৫ আগস্ট) থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর মধ্যে ওয়াশিংটনে বৈঠক হওয়ার কথা রয়েছে। লি জে মিয়ং তার নির্বাচনী প্রতিশ্রুতিতে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বললেও, কিম জং উনের বোন ইতোমধ্যে সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন।

ট্যাগঃ

নতুন ২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আপডেট সময়ঃ ১০:০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

উত্তর কোরিয়া দুটি নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ রোববার (২৪ আগস্ট) জানায়, এই পরীক্ষা সরাসরি পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন।

সংস্থাটি জানিয়েছে, পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত করার সক্ষমতা দেখিয়েছে। এতে বোঝা যায়, নতুন এই অস্ত্রগুলোতে রয়েছে আধুনিক প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং কার্যকর প্রতিরক্ষা সক্ষমতা।

এই উৎক্ষেপণ এমন এক সময়ে ঘটল, যখন তার কিছু ঘণ্টা আগেই দক্ষিণ কোরিয়া জানায়, উত্তর কোরিয়ার প্রায় ৩০ জন সেনা সাময়িকভাবে ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পেরিয়ে আসে, যার জবাবে দক্ষিণ কোরীয় সেনারা সতর্কতামূলক গুলি চালায়। পরে পিয়ংইয়ং ঘটনাটিকে ‘ইচ্ছাকৃত উসকানি’ বলে অভিহিত করে।

এদিকে, সোমবার (২৫ আগস্ট) থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর মধ্যে ওয়াশিংটনে বৈঠক হওয়ার কথা রয়েছে। লি জে মিয়ং তার নির্বাচনী প্রতিশ্রুতিতে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বললেও, কিম জং উনের বোন ইতোমধ্যে সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন।