১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১০:৩৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 15

ইউক্রেনের চালানো ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (২৪ আগস্ট) রুশ কর্তৃপক্ষ জানায়, এসব হামলার অন্যতম লক্ষ্য ছিল কুরস্ক অঞ্চলের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র এবং উস্ত-লুগার একটি জ্বালানি রপ্তানি টার্মিনাল।

রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক প্রদেশের পরমাণু কেন্দ্রটিতে হামলার পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। বিদ্যুৎকেন্দ্রটির গণমাধ্যম বিভাগ জানায়, আগুনে একটি প্রধান ট্রান্সফরমার পুড়ে যায়, ফলে কেন্দ্রটির অর্ধেক কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ হ্রাস পায়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ইউক্রেন শনিবার রাতে একযোগে রাশিয়ার ১৩টি প্রদেশে শতাধিক কামিকাজে ড্রোন পাঠায়। রাশিয়া দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৯৫টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। কেবল কুরস্ক অঞ্চলেই ১০টি ড্রোন ধ্বংস করা হয়।

উল্লেখ্য, ইউক্রেন দীর্ঘদিন ধরেই রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে কৌশলগত টার্গেট হিসেবে চিহ্নিত করে হামলা চালিয়ে আসছে। এর আগে আগস্টের শুরুতেও সিজরানে রাশিয়ার একটি সরকারি তেল শোধনাগারে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী।

ট্যাগঃ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন

আপডেট সময়ঃ ১০:৩৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

ইউক্রেনের চালানো ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (২৪ আগস্ট) রুশ কর্তৃপক্ষ জানায়, এসব হামলার অন্যতম লক্ষ্য ছিল কুরস্ক অঞ্চলের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র এবং উস্ত-লুগার একটি জ্বালানি রপ্তানি টার্মিনাল।

রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক প্রদেশের পরমাণু কেন্দ্রটিতে হামলার পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। বিদ্যুৎকেন্দ্রটির গণমাধ্যম বিভাগ জানায়, আগুনে একটি প্রধান ট্রান্সফরমার পুড়ে যায়, ফলে কেন্দ্রটির অর্ধেক কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ হ্রাস পায়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ইউক্রেন শনিবার রাতে একযোগে রাশিয়ার ১৩টি প্রদেশে শতাধিক কামিকাজে ড্রোন পাঠায়। রাশিয়া দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৯৫টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। কেবল কুরস্ক অঞ্চলেই ১০টি ড্রোন ধ্বংস করা হয়।

উল্লেখ্য, ইউক্রেন দীর্ঘদিন ধরেই রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে কৌশলগত টার্গেট হিসেবে চিহ্নিত করে হামলা চালিয়ে আসছে। এর আগে আগস্টের শুরুতেও সিজরানে রাশিয়ার একটি সরকারি তেল শোধনাগারে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী।