১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেনে ভয়াবহ ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ জন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 74

ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার স্থানীয় সময় ভোরে চালানো এ হামলায় অন্তত দুই জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনি কর্মকর্তারা।

আল-মাসিরাহ টিভির খবরে বলা হয়, হামলার মূল লক্ষ্য ছিল হাজেজ বিদ্যুৎকেন্দ্র এবং একটি বেসামরিক জ্বালানি স্থাপনা। হামলার ফলে রাজধানীর বড় একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, শহরজুড়ে কালো ধোঁয়া এবং আগুনের শিখা আকাশ ছুঁয়ে গেছে।

ইসরায়েলের দাবি, তারা প্রেসিডেন্ট প্রাসাদকেও লক্ষ্যবস্তু করেছে এবং এটিকে একটি সামরিক কমপ্লেক্সের অংশ হিসেবে উল্লেখ করেছে।

ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত আনসারুল্লাহ আন্দোলন এ হামলাকে “জঘন্য যুদ্ধাপরাধ” আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে যাতে সাধারণ মানুষের জীবন অচল হয়ে পড়ে।

আনসারুল্লাহর শীর্ষ নেতা মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, এই হামলা গাজার প্রতি ইয়েমেনের পূর্ণ সমর্থনকে দমিয়ে রাখতে পারবে না। মার্কিন মদদে পরিচালিত আগ্রাসন প্রমাণ করে, ইসরায়েল আরব ও ইসলামি জাতির বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধ চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

ট্যাগঃ

ইয়েমেনে ভয়াবহ ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ জন

আপডেট সময়ঃ ০৬:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার স্থানীয় সময় ভোরে চালানো এ হামলায় অন্তত দুই জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনি কর্মকর্তারা।

আল-মাসিরাহ টিভির খবরে বলা হয়, হামলার মূল লক্ষ্য ছিল হাজেজ বিদ্যুৎকেন্দ্র এবং একটি বেসামরিক জ্বালানি স্থাপনা। হামলার ফলে রাজধানীর বড় একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, শহরজুড়ে কালো ধোঁয়া এবং আগুনের শিখা আকাশ ছুঁয়ে গেছে।

ইসরায়েলের দাবি, তারা প্রেসিডেন্ট প্রাসাদকেও লক্ষ্যবস্তু করেছে এবং এটিকে একটি সামরিক কমপ্লেক্সের অংশ হিসেবে উল্লেখ করেছে।

ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত আনসারুল্লাহ আন্দোলন এ হামলাকে “জঘন্য যুদ্ধাপরাধ” আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে যাতে সাধারণ মানুষের জীবন অচল হয়ে পড়ে।

আনসারুল্লাহর শীর্ষ নেতা মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, এই হামলা গাজার প্রতি ইয়েমেনের পূর্ণ সমর্থনকে দমিয়ে রাখতে পারবে না। মার্কিন মদদে পরিচালিত আগ্রাসন প্রমাণ করে, ইসরায়েল আরব ও ইসলামি জাতির বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধ চালাচ্ছে বলে দাবি করেন তিনি।