০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ার দক্ষিণে ইসরায়েলি হামলা: একজন নিহত, উত্তেজনা বৃদ্ধি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৩:২৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 22

মঙ্গলবার (২৭ আগস্ট) সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা। হামলার ঘটনাস্থল ছিল তারাঞ্জা গ্রামে, যেখানে একটি বাড়ি লক্ষ্যবস্তু হয়েছিল।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই হামলা সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন অভিযান। দামেস্কের অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার এক দিন পর হামলা চালানো হয়েছে বলে খবরে উল্লেখ।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই হামলাকে “সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন” হিসেবে আখ্যায়িত করেছে। জানা গেছে, হামলায় ইসরায়েল ১১টি সামরিক যান এবং প্রায় ৬০ জন সৈন্য মোতায়েন করে হারমন পর্বতের পাদদেশে কৌশলগত পাহাড় দখল করেছে।

গত বছরের ডিসেম্বরে ইসলামপন্থি জোটের নেতৃত্বে বাশার আল-আসাদকে উৎখাতের পর থেকে ইসরায়েল সিরিয়ায় শত শত হামলা চালিয়ে আসছে। গত সপ্তাহেও অস্ত্র শনাক্ত এবং সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনারা বেশ কয়েকটি অভিযান চালিয়েছে।

ট্যাগঃ

সিরিয়ার দক্ষিণে ইসরায়েলি হামলা: একজন নিহত, উত্তেজনা বৃদ্ধি

আপডেট সময়ঃ ০৩:২৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

মঙ্গলবার (২৭ আগস্ট) সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা। হামলার ঘটনাস্থল ছিল তারাঞ্জা গ্রামে, যেখানে একটি বাড়ি লক্ষ্যবস্তু হয়েছিল।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই হামলা সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন অভিযান। দামেস্কের অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার এক দিন পর হামলা চালানো হয়েছে বলে খবরে উল্লেখ।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই হামলাকে “সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন” হিসেবে আখ্যায়িত করেছে। জানা গেছে, হামলায় ইসরায়েল ১১টি সামরিক যান এবং প্রায় ৬০ জন সৈন্য মোতায়েন করে হারমন পর্বতের পাদদেশে কৌশলগত পাহাড় দখল করেছে।

গত বছরের ডিসেম্বরে ইসলামপন্থি জোটের নেতৃত্বে বাশার আল-আসাদকে উৎখাতের পর থেকে ইসরায়েল সিরিয়ায় শত শত হামলা চালিয়ে আসছে। গত সপ্তাহেও অস্ত্র শনাক্ত এবং সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনারা বেশ কয়েকটি অভিযান চালিয়েছে।