০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার ড্রোন হামলায় ডুবে গেল ইউক্রেনের সবচেয়ে বড় নৌ জাহাজ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০১:৫৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 15

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক নতুন ও গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। রুশ সামরিক বাহিনীর চালানো ড্রোন হামলায় ইউক্রেনের সবচেয়ে উন্নত নজরদারি জাহাজ ‘সিমফেরোপল’ ধ্বংস হয়ে সমুদ্রগর্ভে তলিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

তারা জানায়, ‘সিমফেরোপল’ ছিল মাঝারি আকারের লাগুনা-শ্রেণির নজরদারি জাহাজ, যা রেডিও, রাডার, অপটিক্যাল ও ইলেকট্রনিক নজরদারিতে সক্ষম। জাহাজটিতে দানিউব নদীর ব-দ্বীপ এলাকায় হামলা চালানো হয়। ওই অঞ্চলের একটি বড় অংশ ইউক্রেনের ওডেসা সীমান্তে অবস্থিত।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, এটিই ছিল ইউক্রেনীয় নৌবাহিনীর একটি জাহাজের বিরুদ্ধে রাশিয়ার সামুদ্রিক ড্রোন ব্যবহার করে পরিচালিত প্রথম সফল হামলা। এক ইউএভি (ড্রোন) বিশেষজ্ঞের মতে, এই আক্রমণ প্রমাণ করে রাশিয়ার ড্রোন সক্ষমতা এখন সমুদ্রে কার্যকরভাবে ব্যবহারযোগ্য হয়ে উঠেছে।

ইতোমধ্যেই ইউক্রেনীয় কর্তৃপক্ষ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেন্ডেন্ট জানায়, হামলায় একজন নৌ-সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র।

২০১৯ সালে নির্মিত ‘সিমফেরোপল’ জাহাজটি ২০২১ সালে ইউক্রেনীয় নৌবাহিনীর বহরে যুক্ত হয়। আধুনিক এই নজরদারি জাহাজটি ইউক্রেনের সামরিক শক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল বলে জানানো হয় বিভিন্ন সামরিক বিশ্লেষণে।

ট্যাগঃ

রাশিয়ার ড্রোন হামলায় ডুবে গেল ইউক্রেনের সবচেয়ে বড় নৌ জাহাজ

আপডেট সময়ঃ ০১:৫৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক নতুন ও গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। রুশ সামরিক বাহিনীর চালানো ড্রোন হামলায় ইউক্রেনের সবচেয়ে উন্নত নজরদারি জাহাজ ‘সিমফেরোপল’ ধ্বংস হয়ে সমুদ্রগর্ভে তলিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

তারা জানায়, ‘সিমফেরোপল’ ছিল মাঝারি আকারের লাগুনা-শ্রেণির নজরদারি জাহাজ, যা রেডিও, রাডার, অপটিক্যাল ও ইলেকট্রনিক নজরদারিতে সক্ষম। জাহাজটিতে দানিউব নদীর ব-দ্বীপ এলাকায় হামলা চালানো হয়। ওই অঞ্চলের একটি বড় অংশ ইউক্রেনের ওডেসা সীমান্তে অবস্থিত।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, এটিই ছিল ইউক্রেনীয় নৌবাহিনীর একটি জাহাজের বিরুদ্ধে রাশিয়ার সামুদ্রিক ড্রোন ব্যবহার করে পরিচালিত প্রথম সফল হামলা। এক ইউএভি (ড্রোন) বিশেষজ্ঞের মতে, এই আক্রমণ প্রমাণ করে রাশিয়ার ড্রোন সক্ষমতা এখন সমুদ্রে কার্যকরভাবে ব্যবহারযোগ্য হয়ে উঠেছে।

ইতোমধ্যেই ইউক্রেনীয় কর্তৃপক্ষ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেন্ডেন্ট জানায়, হামলায় একজন নৌ-সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র।

২০১৯ সালে নির্মিত ‘সিমফেরোপল’ জাহাজটি ২০২১ সালে ইউক্রেনীয় নৌবাহিনীর বহরে যুক্ত হয়। আধুনিক এই নজরদারি জাহাজটি ইউক্রেনের সামরিক শক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল বলে জানানো হয় বিভিন্ন সামরিক বিশ্লেষণে।