০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০২:২৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 17

রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার কিছু পরেই জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার।

ঘটনার পর পরই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়।

উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের মিছিল থেকে তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের দাবি, শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার কার্যালয় থেকে ইট-পাটকেল ছোড়া হয়, যা সংঘর্ষের সূচনা করে।

গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “আওয়ামী লীগের দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আমাদের আজকের কর্মসূচি ছিল। পল্টন থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় কাকরাইলে জাতীয় পার্টির অফিস অতিক্রমকালে পেছন থেকে ইট ছোড়া শুরু হয়।”

তিনি আরও জানান, সংঘর্ষে গণঅধিকার পরিষদের অন্তত ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের অনেককেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে।

ট্যাগঃ

রাজধানীতে জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন

আপডেট সময়ঃ ০২:২৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার কিছু পরেই জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার।

ঘটনার পর পরই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়।

উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের মিছিল থেকে তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের দাবি, শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার কার্যালয় থেকে ইট-পাটকেল ছোড়া হয়, যা সংঘর্ষের সূচনা করে।

গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “আওয়ামী লীগের দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আমাদের আজকের কর্মসূচি ছিল। পল্টন থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় কাকরাইলে জাতীয় পার্টির অফিস অতিক্রমকালে পেছন থেকে ইট ছোড়া শুরু হয়।”

তিনি আরও জানান, সংঘর্ষে গণঅধিকার পরিষদের অন্তত ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের অনেককেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে।