১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনে সাবেক পার্লামেন্ট স্পিকারকে গুলি করে হত্যা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৩:৫৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • 13

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি। স্থানীয় সময় শনিবার ৩০ আগস্ট দুপুরে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রোববার ৩১ আগস্ট বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, হামলাকারীকে শনাক্ত ও আটক করতে সারা দেশে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

৫৪ বছর বয়সী পারুবি ২০১৬ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত ইউক্রেনের পার্লামেন্ট স্পিকারের দায়িত্বে ছিলেন। তার আগে তিনি ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবে কাজ করেন। এই সময়েই রাশিয়া ক্রিমিয়া দখল করে এবং পূর্ব ইউক্রেনে যুদ্ধ শুরু হয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চেয়ে হওয়া ইউরোমাইদান আন্দোলনের অন্যতম নেতাও ছিলেন তিনি।

পারুবির হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, লভিভে ভয়াবহ এক হত্যাকাণ্ডে আন্দ্রি পারুবি নিহত হয়েছেন। তার পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি আমার সমবেদনা। হত্যাকারীকে ধরতে এবং ঘটনার তদন্তে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত হামলাকারীর পরিচয় বা হামলার উদ্দেশ্য নিশ্চিত হওয়া যায়নি।

লভিভের মেয়র আন্দ্রি সাদোভিই মন্তব্য করেছেন, দেশ এখন যুদ্ধাবস্থায় রয়েছে, নিরাপদ জায়গা বলতে কিছু নেই। হত্যাকারীকে শনাক্ত করা এবং পুরো ঘটনার পেছনের কারণ উদঘাটন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ট্যাগঃ

ইউক্রেনে সাবেক পার্লামেন্ট স্পিকারকে গুলি করে হত্যা

আপডেট সময়ঃ ০৩:৫৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি। স্থানীয় সময় শনিবার ৩০ আগস্ট দুপুরে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রোববার ৩১ আগস্ট বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, হামলাকারীকে শনাক্ত ও আটক করতে সারা দেশে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

৫৪ বছর বয়সী পারুবি ২০১৬ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত ইউক্রেনের পার্লামেন্ট স্পিকারের দায়িত্বে ছিলেন। তার আগে তিনি ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবে কাজ করেন। এই সময়েই রাশিয়া ক্রিমিয়া দখল করে এবং পূর্ব ইউক্রেনে যুদ্ধ শুরু হয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চেয়ে হওয়া ইউরোমাইদান আন্দোলনের অন্যতম নেতাও ছিলেন তিনি।

পারুবির হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, লভিভে ভয়াবহ এক হত্যাকাণ্ডে আন্দ্রি পারুবি নিহত হয়েছেন। তার পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি আমার সমবেদনা। হত্যাকারীকে ধরতে এবং ঘটনার তদন্তে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত হামলাকারীর পরিচয় বা হামলার উদ্দেশ্য নিশ্চিত হওয়া যায়নি।

লভিভের মেয়র আন্দ্রি সাদোভিই মন্তব্য করেছেন, দেশ এখন যুদ্ধাবস্থায় রয়েছে, নিরাপদ জায়গা বলতে কিছু নেই। হত্যাকারীকে শনাক্ত করা এবং পুরো ঘটনার পেছনের কারণ উদঘাটন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।