০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৫ মামলায় ইসকন নেতা চিন্ময়কে জামিন দিতে হাইকোর্টের রুল

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৩:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 28

হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ পাঁচটি মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন চেয়ে দায়ের করা আবেদনগুলোর প্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট। কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি কেএম জাহিদ সারওয়ার এবং বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।

রুলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে আগামী অক্টোবর মাসে। বিষয়টি নিশ্চিত করেছেন চিন্ময়ের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য।

এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। সেই জামিনের রায় দিয়েছিলেন বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ। তবে পরে চেম্বার আদালত জামিনের আদেশ স্থগিত করেন।

২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময়ের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের এক বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়, যাতে আরও ১৮ জনকে আসামি করা হয়। একই বছর ২২ নভেম্বর রংপুরেও এক বড় সমাবেশে নেতৃত্ব দেন তিনি।

রাষ্ট্রদ্রোহ মামলায় ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই দিন আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

চিন্ময় কৃষ্ণ দাস এখনও কারাগারে আছেন। এর আগে চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন খারিজ করলে তিনি হাইকোর্টে আবেদন করেন।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ভারতে সংখ্যালঘু হত্যাকাণ্ডে উদ্বেগ জানালো বাংলাদেশ

৫ মামলায় ইসকন নেতা চিন্ময়কে জামিন দিতে হাইকোর্টের রুল

আপডেট সময়ঃ ০৩:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ পাঁচটি মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন চেয়ে দায়ের করা আবেদনগুলোর প্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট। কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি কেএম জাহিদ সারওয়ার এবং বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।

রুলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে আগামী অক্টোবর মাসে। বিষয়টি নিশ্চিত করেছেন চিন্ময়ের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য।

এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। সেই জামিনের রায় দিয়েছিলেন বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ। তবে পরে চেম্বার আদালত জামিনের আদেশ স্থগিত করেন।

২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময়ের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের এক বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়, যাতে আরও ১৮ জনকে আসামি করা হয়। একই বছর ২২ নভেম্বর রংপুরেও এক বড় সমাবেশে নেতৃত্ব দেন তিনি।

রাষ্ট্রদ্রোহ মামলায় ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই দিন আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

চিন্ময় কৃষ্ণ দাস এখনও কারাগারে আছেন। এর আগে চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন খারিজ করলে তিনি হাইকোর্টে আবেদন করেন।