০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম বিদেশ সফরে কিম জং উনের কন্যা, উত্তর কোরিয়ার পরবর্তী নেত্রী?

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৩:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • 15

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রথমবারের মতো নিজের কিশোরী কন্যা জু আয়েকে নিয়ে বিদেশ সফরে গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) তারা সাঁজোয়া ট্রেনে করে পিয়ংইয়ং থেকে বেইজিংয়ে পৌঁছান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপানের আত্মসমর্পণের স্মরণে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিতে এ সফরে যান কিম জং উন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

চীনে ট্রেন থেকে নামার সময় কিম জং উনের ঠিক পেছনে হাঁটতে দেখা যায় জু আয়েকে। এটি ছিল তার জীবনের প্রথম বিদেশ সফর, যা তাকে উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়া বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন বলেন, বর্তমানে জু আয়েই পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রধান দাবিদার। বাবার সঙ্গে বিদেশ সফরের অভিজ্ঞতা তাকে নেতৃত্ব শেখাতে সাহায্য করবে। তিনি আরও জানান, কিম জং উন নিজেও কখনও তার বাবার সঙ্গে বিদেশ সফরে যাননি।

প্রায় ১৩ বছর বয়সী জু আয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন। ২০২২ সালে প্রথমবারের মতো রাষ্ট্রীয় গণমাধ্যমে তাকে দেখা যায় একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে। এরপর থেকে তার উপস্থিতি ক্রমেই বেড়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের মাধ্যমে উত্তর কোরিয়ার বংশগত শাসন ব্যবস্থায় জু আয়ের উত্তরসূরি হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। তবে পুরুষ-প্রধান ক্ষমতা কাঠামোয় সে শেষ পর্যন্ত শীর্ষ পদে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।

ট্যাগঃ

প্রথম বিদেশ সফরে কিম জং উনের কন্যা, উত্তর কোরিয়ার পরবর্তী নেত্রী?

আপডেট সময়ঃ ০৩:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রথমবারের মতো নিজের কিশোরী কন্যা জু আয়েকে নিয়ে বিদেশ সফরে গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) তারা সাঁজোয়া ট্রেনে করে পিয়ংইয়ং থেকে বেইজিংয়ে পৌঁছান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপানের আত্মসমর্পণের স্মরণে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিতে এ সফরে যান কিম জং উন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

চীনে ট্রেন থেকে নামার সময় কিম জং উনের ঠিক পেছনে হাঁটতে দেখা যায় জু আয়েকে। এটি ছিল তার জীবনের প্রথম বিদেশ সফর, যা তাকে উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়া বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন বলেন, বর্তমানে জু আয়েই পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রধান দাবিদার। বাবার সঙ্গে বিদেশ সফরের অভিজ্ঞতা তাকে নেতৃত্ব শেখাতে সাহায্য করবে। তিনি আরও জানান, কিম জং উন নিজেও কখনও তার বাবার সঙ্গে বিদেশ সফরে যাননি।

প্রায় ১৩ বছর বয়সী জু আয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন। ২০২২ সালে প্রথমবারের মতো রাষ্ট্রীয় গণমাধ্যমে তাকে দেখা যায় একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে। এরপর থেকে তার উপস্থিতি ক্রমেই বেড়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের মাধ্যমে উত্তর কোরিয়ার বংশগত শাসন ব্যবস্থায় জু আয়ের উত্তরসূরি হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। তবে পুরুষ-প্রধান ক্ষমতা কাঠামোয় সে শেষ পর্যন্ত শীর্ষ পদে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।