০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করল নেপাল

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৩:০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 14

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে নেপাল সরকার। দেশটির কর্তৃপক্ষ ফেসবুকসহ কয়েকটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে, কারণ তারা সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক সরকারি ঘোষণায় জানানো হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটাসহ যেসব প্রতিষ্ঠান সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নির্ধারিত নিয়মে নিবন্ধন করেনি, তাদের সেবা দেশজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও মেটার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সরকার বলছে, ভুয়া অ্যাকাউন্ট থেকে ঘৃণা, গুজব, সাইবার অপরাধ এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের মতো কাজ বাড়ছে। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। দেশটির প্রায় ৯০% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, ফলে নিয়ন্ত্রণ আরও জরুরি হয়ে উঠেছে।

রয়টার্সের বরাতে জানা যায়, এসব প্রতিষ্ঠানকে স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী এবং দায়িত্বশীল কর্মকর্তার তথ্য দিয়ে নিবন্ধন করতে বলা হয়েছিল। শেষ সময়সীমা ছিল বুধবার। সেই সময়ের মধ্যে যারা নিবন্ধন করেনি, তাদের অ্যাক্সেস বন্ধের নির্দেশ দেওয়া হয় নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে (NTA)।

যোগাযোগ মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, “আমরা তাদের বারবার অনুরোধ করেছি এবং যথেষ্ট সময় দিয়েছি। তারা সাড়া না দেওয়ায় আমরা বাধ্য হয়েছি এই সিদ্ধান্ত নিতে।”

এদিকে, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ ও পপো লাইভ ইতোমধ্যে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেছে বলেও জানিয়েছে সরকার।

ট্যাগঃ

ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করল নেপাল

আপডেট সময়ঃ ০৩:০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে নেপাল সরকার। দেশটির কর্তৃপক্ষ ফেসবুকসহ কয়েকটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে, কারণ তারা সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক সরকারি ঘোষণায় জানানো হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটাসহ যেসব প্রতিষ্ঠান সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নির্ধারিত নিয়মে নিবন্ধন করেনি, তাদের সেবা দেশজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও মেটার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সরকার বলছে, ভুয়া অ্যাকাউন্ট থেকে ঘৃণা, গুজব, সাইবার অপরাধ এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের মতো কাজ বাড়ছে। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। দেশটির প্রায় ৯০% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, ফলে নিয়ন্ত্রণ আরও জরুরি হয়ে উঠেছে।

রয়টার্সের বরাতে জানা যায়, এসব প্রতিষ্ঠানকে স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী এবং দায়িত্বশীল কর্মকর্তার তথ্য দিয়ে নিবন্ধন করতে বলা হয়েছিল। শেষ সময়সীমা ছিল বুধবার। সেই সময়ের মধ্যে যারা নিবন্ধন করেনি, তাদের অ্যাক্সেস বন্ধের নির্দেশ দেওয়া হয় নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে (NTA)।

যোগাযোগ মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, “আমরা তাদের বারবার অনুরোধ করেছি এবং যথেষ্ট সময় দিয়েছি। তারা সাড়া না দেওয়ায় আমরা বাধ্য হয়েছি এই সিদ্ধান্ত নিতে।”

এদিকে, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ ও পপো লাইভ ইতোমধ্যে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেছে বলেও জানিয়েছে সরকার।